৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

বৃষ্টি শেষে কিউই ব্যাটসম্যানদের ঝড়, বাংলাদেশের লক্ষ্য ১৪২

- Advertisement -

ইডেন পার্কের ছোট মাঠে বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে বিলম্বিত হয়েছে, নতুন অধিনায়কে নতুন বাংলাদেশ, তবে মাঠে সেই পুরনো চিত্র।  শুরু থেকেই কিউই দুই ওপেনারের ঝড়ো শুরু, গাপটিল ফিফটি মিস করেছেন, তবে যেভাবে খেলেছেন, নিউজিল্যান্ডের ইনিংসের ভীত তৈরি হয়ে গেছে সেখানেই।

নিউজিল্যান্ডের হয়ে দ্রুততম ফিফটি কলিন মুনরোর, ১৪ বলে। ইডেন পার্কের এই মাঠেই শ্রীলংকার বিপক্ষে ১৬ বলে ফিফটি করেছেন গাপটিল, অ্যালেন করলেন ১৮ বলে। নিউজিল্যান্ডের হয়ে যৌথভাবে তৃতীয় দ্রুততম। ১০ ওভারের ইনিংসে নিউজিল্যান্ডের রান ৪ উইকেটের বিনিময়ে ১৪১।

অপেক্ষা একটি বল মাঠে গড়াবে বলে…

তাসকিন আহমেদের বলে অ্যালেন আউট হয়েছেন ২৯ বলে ২৪৪.৮৩ স্ট্রাইক রেটে ৭১ রান করে।  অ্যালেনের ১৮ বলে ফিফটিতে ৪৪ রান এসেছে বাউন্ডারি থেকে। বাংলাদেশের সবচেয়ে সফল বোলার শরিফুল ইসলাম, ২ ওভারে ২১ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।

মাহমুদউল্লাহ রিয়াদবিহীন বাংলাদেশ দল নেমেছে ৩ পরিবর্তন নিয়ে। দলে  নাজমুল শান্ত, মোসাদ্দেক সৈকত, রুবেল হোসেন, বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ মিঠুন। নিউজিল্যান্ডের একাদশে পরিবর্তন দুটি। ইশ সোদির পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন টড অ্যাস্টল,  বেনেটের জায়গায় একাদশে লকি ফার্গুসন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img