৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

বেস না থাকা হতাশার, জানেন রুট

- Advertisement -

চেন্নাইতে সিরিজের প্রথম টেস্টে দারুণ জয় পেয়েছে ইংল্যান্ড। যেখানে ভুমিকা রেখেছেন স্পিনার বেস এবং পেইসার জেমস অ্যান্ডারসন। তবে দ্বিতীয় টেস্টে দুইজনের একজনও থাকছেন না একাদশে। তৃতীয় টেস্ট দিবারাত্রির, সেটা মাথায় রেখেই হয়তো বিশ্রাম দেয়া অ্যান্ডারসনকে। তবে বেস?

প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট পেয়েছেন ডমিনিক বেস। এমন পারফর্মেন্সের পরেও পরের টেস্টে জায়গা না পাওয়া কতোটা হতাশার জানা আছে রুটের।

‘আমি জানি সে হতাশ হবে। কারণ সে এমন একজন ক্রিকেটার যে সবসময় পারফর্ম করতে চায়। সে তার ক্যারিয়ার শুরু করেছে, হয়তো তার ক্যারিয়ারের এর চেয়ে ভালো সুযোগ আসবে।‘

বেসের জায়গায় ডাকা হয়েছে মঈন আলীকে। অন্যদিকে অ্যান্ডারসনের বদলে একাদশে সুযোগ হতে পারে ওলি স্টোন বা ক্রিস ওকসের। চেন্নাইতে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু আগামী শনিবার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img