বাংলাদেশের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর বোন আফরোজা আক্তার মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭০ বছর। শনিবার সকালে উত্তরায় মৃত্যবরণ করেন তিনি। প্রধান নির্বাচকের বোনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবছর বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পান লিপু। মিনহাজুল আবেদীন নান্নুর পরিবর্তে দায়িত্ব পালন করছেন তিনি। নির্বাচক প্যানেলে লিপুর সহকারী হিসেবে আছেন হান্নান সরকার ও আব্দুর রাজ্জাক রাজ।
লিপু খেলোয়াড়ি জীবনে ৭টি ওয়ানডে ম্যাচে তিনি লাল সবুজের প্রতিনিধিত্ব করেছেন। বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচের অধিনায়ক তিনি।