১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

বোলিংয়েই বেশি মনোযোগী হতে চান নাঈম হাসান

- Advertisement -

পাকিস্তান টেস্ট সিরিজে দলে থাকা ছয় খেলোয়াড়ই খেলেছেন ‘এ’ দলের প্রথম চারদিনের ম্যাচে। ইতোমধ্যে কুঁচকির চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। অনুশীলন চলাকালীন আঙুলে চোট পেয়েছেন মুশফিকুর রহিমও। বাকি খেলোয়াড়রা যেখানে প্রথম ম্যাচে ধুকেছেন, সেখানে ব্যাটে-বলে বেশ ছন্দেই ছিলেন তরুণ ক্রিকেটার নাঈম হাসান।

প্রথম চারদিনের ম্যাচে ‘এ’ দলের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি ওভার বোলিং করেছেন এই অফস্পিনার। ২৩ ওভারে ৮৮ রান দিয়ে নিয়েছেন এক উইকেট। দ্বিতীয় ইনিংসে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে সর্বোচ্চ ৫৫ রান করেছেন ডানহাতি ব্যাটার নাঈম। তবে পাকিস্তানের উইকেটে ব্যাটিংয়ের চেয়ে বোলিংয়ে বেশি মনোযোগী হতে চান ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের প্রথম অনুশীলন সেশনের পর নাঈম বলেন, “আমার মনে হয় চট্টগ্রাম ক্যাম্পের পর আমার বোলিং অনেকটাই ছন্দে আছে। সেখানে প্রস্তুতি ম্যাচ খেলেছি। পাকিস্তানের এই ধরণের পিচে উইকেট বেশি গুরুত্বপূর্ণ নয়, এটা অনেকটা ধৈর্যের খেলা হবে। আমাকে বোলিংয়ে আরও বেশি মনোযোগ দিতে হবে।” 

তবে বোলিংয়ের পাশপাশি ব্যাটিং নিয়েও আশাবাদী নাঈম। গত জুলাইয়ে চট্টগ্রামে টাইগার্স ক্যাম্পে ব্যাট হাতে ছন্দেই ছিলেন তিনি। শাহীনসের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচে খেলেছেন সেভাবেই। পাক বোলারদের সামনে যেখানে বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থ হয়েছেন, সেখানে নাঈমের ব্যাটে রান থাকা দলের জন্য স্বস্তির।

ব্যাটিং প্রসঙ্গে নাঈম বলেন, “রান করতে পেরে ভালোই লেগেছে। চট্টগ্রাম ক্যাম্পের পর আমার বোলিংয়ের মতো ব্যাটিংয়েও উন্নতি হয়েছে। তাদের দক্ষ বোলারদের বিপক্ষে রান করেছি আর তিনজন ফাস্ট বোলারই টেস্ট স্কোয়াডে আছে।” 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img