৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

তিন কোটি বিশ লাখে কলকাতায় ফিরলেন সাকিব

- Advertisement -

আইপিএলের ত্রয়োদশ আসরে ছিলেন নিষেধাজ্ঞায়, তবে নতুন আসরে আবার কলকাতায় ফিরলেন সাকিব আল হাসান। মাঝে খেলেছেন হায়দ্রাবাদে, তবে বাংলার দলে বরণ করে নিল নাইট রাইডার্স, তাও৩ কোটি ২০ লাখ রুপিতে।

সাকিবকে দলে নেওয়ার পর কেকেআরের অফিসিয়াল টুইটার থেকে টুইটের মধ্যে বরণ করে নেওয়া হয়েছে সাকিবকে। কেকেআর লিখেছে, আমাদের ময়না ঘরে ফিরে আসছে।

এখন পর্যন্ত কলকাতার হয়ে  ৪৩ ম্যাচ খেলেছেন সাকিব, রান করেছেন প্রায় ৫০০, উইকেট ম্যাচের সমান ৪৩টা। সাকিবের মূল্য ৩ কোটির খানিক বেশী হলেও গ্লেন ম্যাক্সওয়েলের মুল্য সোয়া ১৪ কোটি, এমনকি ক্রিস মরিসের দাম ছাড়িয়ে গেছে ১৬ কোটির বেশি।

সাকিবের অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়েছেন হার্শা ভোগলে। টুইট বার্স্তায় অভিনন্দন জানিয়েছেন কেকেআরকে।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img