৩ জানুয়ারি ২০২৫, শুক্রবার

ব্যাটিং ব্যর্থতায় বিজয়দের হার

- Advertisement -

পয়েন্ট তালিকার তিন ও চারে থাকা খুলনা টাইগার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচ। লড়াই যেমন প্রত্যাশা করে মাঠে এসেছিলেন সমর্থকরা। তা পূরণ করতে পারেনি এনামুল হক বিজয়ের খুলনা। ব্যাটিং ব্যর্থতায় কুমিল্লার কাছে তারা হেরেছে ৩৪ রানে।

১৫০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেছিলেন বিজয়। তবে ইনিংস বড় করতে পারেননি খুলনা অধিনায়ক। আলিস আল ইসলামের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। তার আগে ১২ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ১৯ রান।

আরেক ওপেনার এভিন লুইস পারেননি তেমন কিছু করতে। কুমিল্লার বোলারদের সামনে বেশ ভুগেছেন। প্যাভিলিয়নে ফেরার আগে ১৪ বলে করেছেন মাত্র ১০ রান। আফিফ হোসেন ধ্রুব বরাবরের মতো এদিনও ব্যর্থ। চলমান বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে আকবর আলী তেমন কিছু করতে পারেননি। পারভেজ হাসান ফিরেছেন রানের খাতা খোলার আগেই।

নাহিদুল ইসলামের ২৪ বলে ২১ ও মোহাম্মদ ওয়াসিমের ১২ বলে ২৩ রানের হারের ব্যবধান কমিয়েছে খুলনা।

কুমিল্লার হয়ে ৪ ওভারে ২৩ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছেন আমের জামাল। যা চলমান বিপিএলে প্রথম ব্যক্তিগত ৫ উইকেট।

এর আগে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ১৪৯ রান সংগ্রহ করে কুমিল্লা। চলমান বিপিএলে টানা বাজে খেলা লিটন কুমার দাস এদিন পেয়েছেন রানের দেখা। ৩০ বলে ২ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৪৫ রানের ইনিংস খেলেছেন ভিক্টোরিয়ান্স অধিনায়ক।

কুমিল্লা মূলত ১৪৯ রানের সংগ্রহ পায় শেষের দিকে জাকের আলী অনিকের ৮ বলে ১৮ ও মাহিদুল ইসলাম অঙ্কনের ৫ বলে ১০ রানের কল্যাণে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img