ভারতের দুর্বল দলকে সামনে পেয়েও গ্যাবায় সিরিজের শেষ টেস্টের শুরুটা গড়পরতা হয়েছিল অস্ট্রেলিয়ার। পরবর্তী সময়ে লাবুশেনের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিক দল। যেখানে বড় ভূমিকা ছিল ভারতীয় ফিল্ডারদের। তবে দ্বিতীয় দিনে এসে আবার ছন্দ পতন, ভারতকে খেলায় ফিরিয়েছে শার্দুল-সুন্দররা।
ভারতীয় ইনজুরি জর্জরিত বোলিং ইউনিটের ভার নিয়েছেন অভিষিক্ত নাটারাজন এবং ওয়াশিংটন সুন্দর। দুজনেই নিয়েছেন সমান তিনটি করে উইকেট। শার্দুলের শিকারও তিন, বাকি একটি উইকেট গেছে মোহাম্মদ সিরাজের পকেটে।
ব্রিসবেনে বৃষ্টি বিঘ্নিত দিনের ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন অজি অধিনায়ক পেইন। আউট হয়েছেন পঞ্চাশ করে, অস্ট্রেলিয়া অল আউট চারশোর আগেই। জবাবে ২৬ ওভার ব্যাট করে ২ উইকেটের বিনিমিয়ে ৬২ রান নিয়ে দিন শেষ করেছে ভারত। সফররতরা এখনও পিছিয়ে ৩০৭ রানে।
অস্ট্রেলিয়া (১ম ইনিংস): ৩৬৯ (১১৪.২ ওভার) (লাবুশেন ১০৮, পেইন ৫০, গ্রিন ৪৭, সিরাজ ২৮-১০-৭৭-১, নাটারাজন ২৪.২-৩-৭৮-৩, শার্দুল ২৪-৬-৯৪-৩, ওয়াশিংটন ৩১-৬-৮৯-৩)
ভারত (১ম ইনিংস): ৬২/২ (২৬ ওভার) (রোহিত ৪৪, পুজারা ৮*, কামিন্স ৬-১-২২-১, লায়ন ৬-২-১০-১)