৩০ ডিসেম্বর ২০২৪, সোমবার

মাহেদী হাসানের জোড়া উইকেট

- Advertisement -

ওপেনার গাপটিলকে বিদায় করে প্রথম ধাক্কাটা দিয়েছেন বাংলাদেশের বামহাতি পেসার মোস্তাফিজুর রহমান। লেগ সাইডে করা বলকে খেলতে পারনেনি গাপটিল। ক্যাচ উঠে যায়, ধরা পরেন মোস্তাফিজের হাতেই, ২০ রানে করেন এই ওপেনার। যদিও ভয়ংকর হওয়ার আভাস দিয়েছিলেন গাপটিল। মোস্তাফিজের ওই দুটি চার মেরেছিলন। কিন্তু ভয়ংকর হয়ে উঠার আগেই থামিয়ে দিলেন মোস্তাফিজ।

জোড়ায় জোড়ায় উইকেট তুলতে শুরু করেছে বাংলাদেশের বোলাররা। দলের ৯ নাম্বার ও মাহেদী হাসান নিজের প্রথম ওভারের তৃতীয় বলে আউট করেন হ্যানরি নিকোলসকে। মিউউইকেট দিয়ে ড্রাইভ করতে চেয়েছিলেন কিন্তু লেগ স্ট্যাম্পে লেগে বোল্ড হন নিকোলস। নিজের পরের ওভারেই চমৎকার এক ডেলিভারীতে বিদায় করেছেন উইল ইয়ংকে। সুইপ করতে গিয়েছিলেন কিন্তু বল টার্ন নেয় আর বোল্ড হন এই ব্যাটসম্যান । মাত্র এক রান করে মাঠ ছাড়েন ইয়ং। নিউজিল্যান্ডের সংগ্রহ তখন ৩ উইকেটে ৫৩।

https://twitter.com/sparknzsport/status/1374240654448939008?s=20

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img