দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে আবারও ফিল্ডিং, আগের ম্যাচের মতোই জিম্বাবুয়ের ব্যাটারদের পরীক্ষা নিতে শুরু করেছিল টাইগার বোলাররা। প্রথম ১২ ওভারে ‘ওয়ানডে’ মেজাজে ব্যাট করেও রায়ান বেনেট এবং অভিষিক্ত জোনাথন ক্যাম্পবেলের ঝোড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান তুলেছে জিম্বাবুয়ে।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই টাইগার বোলারদের বিপক্ষে রক্ষণাত্মক মেজাজে খেলতে থাকে। দুই ওপেনার মারুমানি এবং জয়লর্ড গাম্বি মিলে ২৫ বলে তোলেন ১৫ রান। পাওয়ারপ্লে শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ২২ রান। ১২ ওভার পর্যন্ত গা বাঁচানো ব্যাটিংই করেছে জিম্বাবিয়ানরা। ৫ উইকেট হারিয়ে তুলেছে ৫৪ রান।
এরপরই জিম্বাবুয়ের দৃশ্যপট বদলে দেন রায়ান বেনেট এবং জোনাথন ক্যাম্পবেল। দুজন মিলে গড়েন ৪৩ বলে ৭৩ রানের জুটি। ক্যাম্পবেল করেন ২৪ বলে ৪৫, বেনেট ২৯ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন। শেষ ওভারে জিম্বাবুয়ে নিয়েছে ১৮ রান।
বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন রিশাদ হোসেন এবং তাসকিন আহমেদ। ১টি করে উইকেট পেয়েছেন মাহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন এবং শরীফুল ইসলাম।