বিশ্বকাপের বাকি নেই মাসখানেকও। এরই মধ্যে বড় ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া। দলের সেরা পেসার জাসপ্রীত বুমরাহ ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন বিশ্বকাপের স্কোয়াড থেকে। এমন খবর প্রকাশ হওয়ার পর থেকেই হতাশ হয়ে পড়েছেন ভারতীয় সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান রকম ট্রল আর মিম শেয়ার দিয়ে প্রকাশ করছেন নিজেদের হতাশা।
প্রথমে জাদজা এখন বুমরাহ দলের দুই সেরা খেলোয়াড়রের ইনজুরিতে অনেক ভারতীয় সমর্থক ছেড়ে দিয়েছেন বিশ্বকাপ জয়ের স্বপ্ন। ভারতীয় এক সমর্থক টুইটারে পোস্ট করেছেন, “জাসপ্রীত বুমরাহ বিশ্বকাপ থেকে ছিটকে গেছে, বিশ্বকাপের চিন্তা ভুলে যাও।“
Jasprit Bumrah ruled out of the T20 World Cup 2022. Bhul jaao ab world up 💔 #JaspritBumrah pic.twitter.com/trVKgJv1kc
— Prayag (@theprayagtiwari) September 29, 2022
আরেকজন লিখেছেন, “প্রথমে জাদেজা এখন বুমরাহ মনে হচ্ছে যেনো বিশ্বকাপ শুরুর আগেই শেষ হয়ে গেলো।“
মেরুদণ্ডের হাড়ে ছিঁড় ধরায় ৪-৬ মাসের জন্য মাঠের বাহিরে যেতে হচ্ছে বুমরাহকে। অস্ত্রপাচারের করলে সেক্ষেত্রে বাড়তে পারে সময়। সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির অনুশীলনের আগে পিঠে আঘাত পাওয়ায় মাঠে নামতে পারেননি।
এর আগে ইনজুরির কারণে মিস করেছিলেন এশিয়া কাপের সবশেষ আসর। এশিয়া কাপের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফিরেছিলেন ভারতের জার্সিতে। প্রথম ম্যাচ না খেললেও শেষ দুই ম্যাচে খেলেছিলেন ভারতের পেস আক্রমণের প্রধান অস্ত্র।