৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

ভারতের সাউথ আফ্রিকা সফর থেকে বাদ গেলো টি-টোয়েন্টি!

- Advertisement -

করোনার নতুন ধরণ ওমিক্রনের প্রকোপ বিবেচনায় ভারতের সাউথ আফ্রিকা সফরের সূচীতে এসেছে বড় পরিবর্তন। সফর থেকে বাদ গেছে একটি গোটা সিরিজই।

ডিসেম্বরের শেষে তিন টেস্ট, তিন টি-টোয়েন্টি ও চার টি-টোয়েন্টির সিরিজ খেলতে সাউথ আফ্রিকা সফরে যাওয়ার কথা ভারতের। তবে ওমিক্রন ভাইরাসের প্রকোপে টি-টোয়েন্টি সিরিজটি সফর শুরুর আগেই বাদ দেওয়া হয়েছে। এখন শুধু টেস্ট ও ওয়ানডে সিরিজ হবে। টি-টোয়েন্টি সিরিজটি পরে কোন সুবিধাজনক সময় অনুষ্ঠিত হবে। দুইদেশের ক্রিকেট বোর্ডের আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সোমবার ক্রিকেট সাউথ আফ্রিকা নতুন সূচী প্রকাশও করেছে।

নতুন সূচী অনুযায়ী:

২৬-৩০ ডিসেম্বর- ১ম টেস্ট, সেঞ্চুরিয়ন

৩-৭ জানুয়ারী- ২য় টেস্ট, জোহানেসবার্গ

১১-১৫ জানুয়ারী- ৩য় টেস্ট, কেপটাউন

ওয়ানডে সিরিজ:

১৯ জানুয়ারী- ১ম ওয়ানডে, পার্ল

২১ জানুয়ারী- ২য় ওয়ানডে, পার্ল

২৩ জানুয়ারী- ৩য় ওয়ানডে, কেপটাউন

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img