১৪ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার

ভারতের ৭৮ লজ্জা

- Advertisement -

হেডিংলিতে বুধবার ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথমদিন দেড় সেশনেই অলআউট হয়েছে ভারত। মাত্র ৪০.৪ ওভারে সফররতদের সংগ্রহ ৭৮ রান। সর্বোচ্চ ১৯ রান এসেছে রোহিত শর্মার ব্যাট থেকে। ইংলিশদের সেরা বোলার জেমস অ্যান্ডারসন। ৮ ওভারে ৬ রানে ৩ উইকেট নিয়েছেন জিমি।

টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। ইংল্যান্ডের মাটিতে টানা নয় টেস্টে টস হারের পর অবশেষে জয়ের মুখ দেখেছিলেন কোহলি। তিনি ভুলেই গিয়েছিলেন যে তিনিও ইংল্যান্ডে টস জিততে পারেন। অবাক হওয়ার কথা টসের সময়ই তার কন্ঠে ঝড়েছিল,  কোহলি আবারও অবাক হয়েছেন, তবে সেটা ইংলিশ পেসারদের গতি আর সুইংয়ে নাকানিচুবানি খেয়ে।

এই নিয়ে টেস্ট ক্রিকেটে ২৮বারের মতো টস জিতেছিলেন কোহলি, এর আগের ২৭ ম্যাচে একটিমাত্র হার নিশ্চয়ই ভারতীয়দের মনে আশার সঞ্চারই করেছিল। তবে সব আশায় গুড়েবালি করে দেয় ইংল্যান্ড, নেতৃত্বে জেমস অ্যান্ডারসন। আগের ম্যাচে জিমির সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়েছিলেন ভিরাট কোহলি,জাসপ্রিত বুমরাহসহ ভারতীয় ক্রিকেটাররা। সেই শোধই বোধহয় প্রথম ইনিংসে তুললেন। ভারতের প্রথম তিন উইকেটের সবগুলোই নিয়েছেন জিমি, স্কোরবোর্ডে তখন রান ২১!

বয়স শুধুই একটা সংখ্যা! সেই কথাই আরেকবার প্রমাণ করলেন অ্যান্ডারসন। সকালের সূর্য সবসময় দিনের পূর্বাভাস দেয় কিনা কে জানে, তবে বুধবার দিনটা যে ইংল্যান্ডের হতে যাচ্ছে সেই প্রমাণ দিনের প্রথম ওভারেই দিয়েছিলেন জিমি। প্রথম ওভারের পঞ্চম বলে সিরিজে ভারতের সেরা ব্যাটসম্যান লোকেশ রাহুলকে দারুন এক আউটসুইংয়ারে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন জিমি, দলের রান তখন ১!

পঞ্চম ওভারের প্রথম বলে চেতেশ্বর পূজারা এবং ১১তম ওভারের পঞ্চম বলে অধিনায়ক ভিরাট কোহলিকেও একইভাবে আউট করেছেন অ্যান্ডারসন, আউটসুইংয়ারে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে । ভারতের রান তখন ২১! পূজারা ১ আর কোহলি করেছেন ৭ রান।  ফলে এই নিয়ে টানা ৫০ ইনিংস সেঞ্চুরিবঞ্চিত ভারতীয় কাপ্তান, সময়ের হিসেবে প্রায় দুই বছর। এ নিয়ে পূজারাকে সর্বমোট দশবার আউট করলেন জেমস অ্যান্ডারসন, কোহলির বেলায় সংখ্যাটা ৭!

শুরুর ধাক্কা আর সামলে উঠতে পারেনি কোহলির দল। শেষ পর্যন্ত অলআউট হয় ৭৮ রানে। অ্যান্ডারসন এবং ক্রেইগ ওভারটন নেন তিনটি করে উইকেট। ওলে রবিনসন এবং স্যাম কারানের শিকার ২টি করে। ভারতের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে করেন ১৮ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img