ভারত দলকে বিভিন্ন সময় নানা রকম পরামর্শ দেন বিদেশি সাবেক ক্রিকেটাররা। আর এতেই চটেছেন দেশটির সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। স্পোর্টস টুডের এক অনুষ্ঠানে এসব পরামর্শদাতাদের এক হাত নিয়েছেন তিনি। বিশেষ করে যারা ভারতের ব্যাটিং অর্ডার, বোলিং ও নেতৃত্ব নিয়ে কথা বলেন তাদের ধুঁয়ে দিয়েছেন গাভাস্কার।
“একজন দক্ষিণ আফ্রিকান বলেন, অমুকের দলা থাকা উচিত ছিলো। একজন অস্ট্রেলিয়ান বলেন, তমুকের দলে থাকা উচিত ছিলো। এগুলো তাদের দুশ্চিন্তা কীভাবে হতে পারে? তারা আমাদের নির্বাচক নন”– গাভাস্কার
প্রায় ভারতীয় দল নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান থেকে শুরু করে অনেক দেশের সাবেক খেলোয়াড়রা পরামর্শ দেন। তিনে কাকে খেলাতে হবে চারে কাকে খেলাতে হবে এসব নিয়ে বিরক্ত আরেক সাবেক ক্রিকেটার হরভজন সিংও।
তিনি গাভাস্কারের সাথে সুর মিলিয়ে বলেন, “আমি এর সঙ্গে একমত। এটা শতভাগ ঠিক। কেউ তো আমাদের অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে গিয়ে তাদের দল বানাতে দেয় না। কিন্তু তথাকথিত কিংবদন্তিরা ভারতের দল নিয়ে মন্তব্য করে। তারা বলে, কার ৪ আর ৩ নম্বরে ব্যাট করা উচিত। আবার তারাই বলে কে প্রথম ওভার আর কেই বা শেষ ওভার করবে”
ভারত দলের এসব পরামর্শের কোনো প্রয়োজন নেই বলে মনে করেন সাবেক দুই ভারতীয় ক্রিকেটার। এছাড়াও রোহিত শর্মার নেতৃত্বও নিয়েও বিদেশিদের সমালোচনা করাও তাদের পছন্দ নয়।