২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

ভালো শুরু করেও দেড়শো পেরোয়নি বাংলাদেশের রান

- Advertisement -

দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। অধিনায়কের সিদ্ধান্তটাকে ভুল প্রমাণিত হতে দেননি বাংলাদেশি ব্যাটসম্যানরা; নিউজিল্যান্ডকে টাইগাররা দিয়েছে ১৪২ রানের টার্গেট।

ছবিঃ বিসিবি
ছবিঃ বিসিবি

ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলার ইঙ্গিত দেন দুই ওপেনার মোহাম্মদ নাইম শেখ এবং লিটন কুমার দাস। দুজনের প্রথম উইকেটের জুঁটিতে এসেছে ৫৯ রান; রাচিন রবিন্দ্রকে ছক্কা মেরে হাত খোলার ইঙ্গিত দেয়ার পরেই আউট হয়ে ফিরেছেন লিটন, রবিন্দ্রর বলটাকে এক রানের জন্য লেগে ঠেলে দিতে গিয়েই বোল্ড হয়ে ফেরেন লিটন, আউট হওয়ার আগে করেছেন ২৯ বলে ৩৩ রান।

ছবিঃ বিসিবি
ছবিঃ বিসিবি

লিটন প্যাভিলিয়নে ফেরার পর সাকিবের পরিবর্তে ব্যাটিংয়ে পাঠানো হয় মুশফিকুর রহিমকে। কিন্তু মুশফিকও ফিরে যান পরের বলেই। রবিন্দ্রর টার্ন করা বল ডিফেন্স করতে গিয়ে স্ট্যাম্পিং হন মুশফিক। সাকিব এসেও বজায় রাখেন আক্রমণাত্মক ক্রিকেট খেলার ধারাবাহিকতা। কিন্তু ৭ বলে ১২ রান করেই ড্রেসিং রুমে ফিরে যান তিনিও। এরপর অধিনায়ক রিয়াদকে নিয়ে দারুণভাবে ইনিংসকে এগিয়ে নেন নাইম। ১৫ ওভারেই বাংলাদেশ সংগ্রহ করে ফেলে ১০০ রান। নাইম-রিয়াদ মিলে স্কোরবোর্ডে তোলে ৩৪ রান। ৩৯ রান করা নাইমকে আউট করে রবিন্দ্র ম্যাচে নেন তার তৃতীয় উইকেট।

ছবিঃ বিসিবি
ছবিঃ বিসিবি

ভালো শুরু পাওয়া বাংলাদেশের শেষটা মনমতো হয়নি, আফিফের দ্রুত ফিরে যাওয়ার পর সোহান আর মাহমুদউল্লাহ মিলে শেষ দুই ওভারকে কাজে লাগান, এই দুই ওভারে বাংলাদেশ তোলে ২৩ রান। নুরুল হাসান করেন ৯ বলে ১৩ রান এবং রিয়াদ নট আউট ছিলেন ৩২ বলে ৩৭ রান করে। বাংলাদেশকে দেড়শোর নিচে রাখতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন স্পিনার রাচিন রবিন্দ্র, এই স্পিনার তুলে নেন ২৩ রানে তিন উইকেট। আজাজ প্যাটেল এবং কোল ম্যাকোনকি নেন ১টি করে উইকেট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img