২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

ভেঙ্গে গেল শিখর ধাওয়ানের ৮ বছরের সংসার

- Advertisement -

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ান ও তাঁর স্ত্রী আয়েশা মুখার্জি’র বিবাহ বিচ্ছেদ হয়েছে। ৮ বছরের সংসার শেষে দুটি দিকে বেঁকে যাচ্ছে  দু’জনার দুটি পথ।

যদিও এই বিষয়ে এখনো মুখ খোলেননি ভারতীয় ওপেনার; তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণার ঠিক আগে এই ঘটনা শিখর ধাওয়ানের জন্য বড় ধাক্কা হয়েই আসবে নিঃসন্দেহে।

নিজের চেয়ে ১১ বছরের বড় আয়েশা মুখার্জি’র সাথে ২০১২ সালে গাঁটছড়া বাঁধেন শিখর ধাওয়ান। এর আগে তাদেঁর পরিচয় হয় ইন্টারনেটে। ভারতীয় ক্রিকেট পরিমন্ডলের জনপ্রিয়তম জুটিগুলোর একটি ছিলেন এই দম্পতি।

 

মেলবোর্ন প্রবাসী বাঙ্গালী বংশোদ্ভুত আয়েশা নিজেও একজন সাবেক নারী বক্সার। ধাওয়ানের সাথে বিয়েটা ছিল আয়েশার দ্বিতীয় বিয়ে। এর আগে আয়েশা একজন অস্ট্রেলিয়ান ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন। আলিয়া ও রিয়া নামে আগেরপক্ষে আয়েশার দু’জন কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর সেই দু’জনের দায়ভারও গ্রহণ করেছিলেন ধাওয়ান। জোরাওয়ার নামে ধাওয়ান-আয়েশা দম্পতিরও একটি পুত্রসন্তান রয়েছে।

#নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করে মঙ্গলবার বিচ্ছেদের সংবাদ জানিয়েছেন ৪৬ বছর বয়সী আয়েশা নিজেই। আরো জানিয়েছেন, প্রথমবার আতঙ্কিত হলেও এখন বিচ্ছেদকে সহজভাবে নেওয়ার মন্ত্র খুঁজে পেয়েছেন তিনি।

“আমি ভাবতাম ‘ডিভোর্স’ খুবই নোংরা একটি শব্দ, এরপর আমার নিজের ২ বার ডিভোর্স হল। প্রথমবার ডিভোর্সের সময় আমি খুবই আতঙ্কিত ছিলাম। মনে করেছিলাম আমি স্বার্থপরের মত আমার বাবা-মা, আমার দুই মেয়ে- সবার সাথে অন্যায় করছি। দ্বিতীয়বার যখন আমার ডিভোর্স হল, অতীতের সেইসব অনুভূতি যেন শতগুণ হয়ে ফিরে এল”- ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন আয়েশা।

“তবে এই দফা আমি নিজেকে সামলে নিয়েছি এবং ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেছি যে, আমি আসলে ঠিক আছি, চমৎকার আছি। আমি আবিষ্কার করলাম যে আমার ভয়ও দূর হয়ে গেছে। আমি নিজের ভেতর এক অদ্ভুত শক্তি অনুভব করছি। তখন আমি অনুধাবন করলাম যে, আমি নিজেই নিজের ভেতর এতোদিন বিচ্ছেদের ধারণাটিকে ভীতিকর করে তুলেছিলাম। তাই আমি এখন বিচ্ছেদের সংজ্ঞা বদলে ফেলেছি, নিজে যেভাবে এটিকে দেখতে চাই, সেভাবে দেখতে শিখেছি”- আরো বলেছেন আয়েশা।

বর্তমানে শিখর ধাওয়ান রয়েছেন সংযুক্ত আরব আমিরাতে; আসন্ন ২০২১ আইপিএলের দ্বিতীয় অংশে দিল্লী ক্যাপিটালসের হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সম্প্রতি শ্রীলঙ্কা সিরিজে ভারতের দ্বিতীয় সারির দলকে নেতৃত্বও দিয়েছেন ৩৫ বছর বয়সী বাঁহাতি এই ওপেনার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img