৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

মাঠে গড়াতে পারে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট

- Advertisement -

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এর বাইরে ঘরোয়া ক্রিকেটে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আর নেই। আরও একটি ২০ ওভারের ফরম্যাটের টুর্নামেন্ট চালু হোক এমনটাই চাওয়া ভক্ত থেকে শুরু করে খোদ ক্রিকেটারদেরই। দেশের ক্রিকেটের জন্য সুখবর হচ্ছে, নতুন একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চালু করার চিন্তা-ভাবনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিশ্বের বিভিন্ন দেশেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ছাড়াও বাড়তি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করা হয়। ব্যতিক্রম বাংলাদেশ, বিপিএল ছাড়া জাতীয় দলের বাইরের ক্রিকেটাররা ২০ ওভারের ফরম্যাটের ম্যাচ খেলার সুযোগ পাননা বললেই চলে। তাই এই সংস্করণে খুব একটা ভাল করতে পারে না বাংলাদেশ। নতুন টুর্নামেন্ট চালু হলে নিশ্চিত করেই প্রতিভাবান ক্রিকেটার উঠে আসবে।

প্রাথমিক প্রস্তাব অনুযায়ী ৮ দল নিয়ে ২৯ ম্যাচের ‘জাতীয় লিগ টি-টোয়েন্টি’ টুর্নামেন্টে প্রতিটি দল ম্যাচ খেলবে ৭টি করে, দুই ফাইনালিস্ট দল পাবে ৮টি করে ম্যাচ। টুর্নামেন্টের সম্ভাব্য ম্যাচ ফি ধরা হয়েছে ২০ হাজার টাকা করে। বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান আহমেদ সাজ্জাদুল আলম জানিয়েছেন, ২১ মে কমিটির এক সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

জাতীয় লিগের পাশাপাশি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চালু করার কথা ভাবছে বিসিবি

নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট চালুর আগে অক্টোবরে জাতীয় লিগ দিয়ে প্রতিবারের মতো এবারও শুরু হবে ঘরোয়া মৌসুম। চারদিনের এই প্রতিযোগিতা শেষেই শুরু হবে ২০ ওভারের জাতীয় লিগ টি-টোয়েন্টি। নতুন টুর্নামেন্ট ছাড়াও এবার ঘরোয়া ক্রিকেটে যোগ হচ্ছে প্লেয়ার ধরে রাখা ও ড্রাফটের মাধ্যমে দল সাজানোর নিয়ম। প্রতিটি দল ৮জন করে পুরাতন ক্রিকেটার ধরে রাখতে পারবে, বাকি ৬জন কে নিতে হবে ড্রাফট থেকে। চার দিনের আসর ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজিত হবে এই পদ্ধতিতে।

ঘরোয়া সূচিতে ২০ ওভারের ফরম্যাটের নতুন টুর্নামেন্ট চালু হওয়ার প্রসঙ্গে সাবেক প্রধান নির্বাচক ও বর্তমানে বিসিবির প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদীন নান্নু ‘প্রথম আলো’কে বলেছেন, “এ রকম (টি-টোয়েন্টি টুর্নামেন্ট) একটা কিছু এখন খুবই দরকার। এনসিএলের ৮টা দল যদি টি-টোয়েন্টি খেলে, তাহলে কতগুলো নতুন খেলোয়াড় বেরিয়ে আসবে চিন্তা করুন। সবাই বাড়তি কিছু ম্যাচ পাবে”

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img