৫ জানুয়ারি ২০২৫, রবিবার

মারা গেছেন বাংলাদেশের প্রথম স্বর্ণজয়ী শুটার আতিকুর রহমান

- Advertisement -

ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক স্বর্ণপদক বিজয়ী শুটার আতিকুর রহমান। বুধবার সকাল ১০টার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই ক্রীড়াবিদ। ২০১৪ সাল থেকে কণ্ঠনালীর ক্যানসারে ভুগছিলেন আতিকুর রহমান।

আতিকুর রহমানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ইনতেখাবুল হামিদ। জানা গেছে, মঙ্গলবার রাতে ঢাকায় আসার পর অসুস্থতা বোধ করেন তিনি। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাঁর মৃত্যুর খবর জানান। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৯।

বুধবার বিকেল ৩টায় বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন কমপ্লেক্সে আতিকুর রহমানের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে দাফনের জন্য নিয়ে যাওয়া যাবে চট্টগ্রামে।

১৯৯০ সালে নিউজিল্যান্ডের অকল্যান্ডে কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে আবদুস সাত্তার নিনির সঙ্গে জুটি বেঁধে স্বর্ণ পদক জিতেছিলেন আতিকুর রহমান। শুটিংয়ে সেটিই ছিল প্রথম আন্তর্জাতিক পদক। এছাড়া সাফ গেমসে বাংলাদেশের হয়ে পাঁচটি স্বর্ণ পদক রয়েছে আতিকুরের।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img