দক্ষিন এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ ফুটবলের পরবর্তি আসর বসছে অক্টোবরের ১ তারিখ থেকে মালদ্বীপে। পাঁচ দল নিয়ে আয়োজিত এবারের টুর্নামেন্টে খেলবেনা পাকিস্তান এবং ভুটান। পাকিস্তান রয়েছে ফিফার নিষেধাজ্ঞায় এবং ভুটানের পুলিশ তাদের দেশের বাইরে খেলার অনুমতি দেয়নি।
এবারের টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী রাউন্ড রবিন লিগে সব দলই খেলবে সবার বিরুদ্ধে। লিগ পর্বের শেষে সেরা দুই দল খেলবে ১৩ অক্টোবরের ফাইনালে। টুর্নামেন্টের উদ্ভোধনি দিনেই শ্রীলংকার বিরুদ্ধে মাঠে নামবে জেমি ডের শিষ্যরা। প্রথম দিন অন্য ম্যাচে খেলবে নেপাল এবং স্বাগতিক মাল্দ্বীপ। লিগ পর্বে বাংলাদেশের বাকি ম্যাচগুলো হবে ৩, ১০ এবং ১১ অক্টোবর।
দির্ঘদিনের ট্রফি খড়া ঘোঁচাতে বাংলাদেশ দল মাল্দ্বীপ পৌঁছুবে টুর্নামেন্ট শুরু হওয়ার তিনদিন আগে। বায়োবাবলে থাকা খেলোয়াড়েরা করোনা টেস্টে নেগেটিভ হলে মিলবে প্র্যাক্টিস শুরু করার অনুমতি। করোনাকালীন এই টুর্নামেন্টে এক হোটেলে রাখা হবে দুইটি করে দল এবং মালদ্বিপে চলমান এএফসি কাপ থেকে সাফ আয়োজনের প্রস্তুতি সারবে মালদ্বিপের ফুটবল ফেডারেশন।