পুরো মার্চজুড়েই বাংলাদেশ পুরুষ দলের বিপক্ষে খেলেছে শ্রীলঙ্কা পুরুষ দল। বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ ছিলো অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে শ্রীলঙ্কা। সিরিজ–সেরা হয়েছেন কামিন্দু মেন্ডিস, মেয়েদের ওয়ানডেতে সিরিজ–সেরা ছিলেন অস্ট্রেলিয়ার অ্যাশলেই গার্ডনার। আইসিসির মাসসেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের বিপক্ষে পারফর্ম করা দুজনই।
মাসসেরার দৌড়ে কামিন্দুর প্রতিদ্বন্দ্বি নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও আয়ারল্যান্ডের মার্ক অ্যাডাইর। গার্ডনারের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মাইয়া বুশিয়েই ও নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার।
কামিন্দু বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টের দুই ইনিংসেই করেছিলেন সেঞ্চুরি। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৯২ রানে ছিলেন অপরাজিত। দ্বিতীয় ইনিংসে বল হাতে নিয়েছিলেন ৩ উইকেট। কামিন্দু বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেললেও খুব একটা ভালো করতে পারেননি।
অন্যদিকে গার্ডনার বাংলাদেশ নারী দলের বিপক্ষে ওয়ানডেতে বল হাতে ৮ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ব্যাট হাতে দুই ইনিংসে করেছেন ৫২ রান। ছিলেন অজিদের সাফল্যের অন্যতম কারিগর।