২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার

মায়োর্কার জালে রিয়ালের হাফ ডজন!

- Advertisement -

যদিও এই মৌসুমেই দ্বিতীয় বিভাগ থেকে প্রমোশন পেয়েছে, তবে ঠিক ‘পুঁচকে’ বোধহয় বলা যাবেনা মায়োর্কাকে। ৫ ম্যাচে ২ জয় ও ২ ড্র নিয়ে পয়েন্ট টেবিলের ১০ম স্থানে ছিল ক্লাবটি, মৌসুম তো খারাপ যাচ্ছে না। তবে রিয়াল মাদ্রিদ এই মৌসুমে যে সর্বগ্রাসী ফর্মে রয়েছে, তার সামনে মায়োর্কার নেহাতই ‘পুঁচকে’ দলের মতো স্রেফ উড়ে যাওয়াটাই বোধহয় নিয়তি ছিল। সান্তিয়াগো বার্নাব্যুতে সফরকারী মায়োর্কার জালে গুণে গুণে ৬বার বল পাঠিয়েছে রিয়াল মাদ্রিদ; হ্যাটট্রিক করেছেন মার্কো আসেনসিও। রিয়াল পেয়েছে ৬-১ ব্যবধানে বিশাল এক জয়।

এই ম্যাচে মাদ্রিদের নিয়মিত একাদশ থেকে বাদ পড়েছিলেন ক্যাসেমিরো, হ্যাজার্ড ও মদ্রিচ। প্রথমবারের মতো রিয়ালের জার্সি গায়ে ম্যাচের শুরু থেকে খেলতে পারার সৌভাগ্য হয়েছিল এসেই নজরকাড়া পারফর্ম করা এদুয়ার্দো কামাভিঙ্গার।

বহুদিন পর শুরুর একাদশে ছিলেন মার্কো আসেনসিও। এবং সেই সুযোগটি পুরোপুরি কাজে লাগিয়েছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। ৩ মিনিটে করিম বেনজেমা প্রথম গোলটি করার পর থেকেই শুরু হয় ‘আসেনসিও শো’। প্রথমার্ধের ২৪ ও ২৯ মিনিটে এবং দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটের সময় বক্সের বাইরে থেকে শুট করে দারুণ এক গোলে হ্যাট্রিক পূর্ণ করেন আসেনসিও।

এরপরও রিয়ালের গোলক্ষুধা থামার কোন লক্ষণই দেখা যায়নি। ৭৮ মিনিটে ডেভিড আলাবার লং বলে করিম বেনজেমার গোল ও ৮৪ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের এসিস্টে ইসকোর গোলে ডজন পূর্ণ হয় রিয়ালের। মাঝখানে প্রথমার্ধের ২৫ মিনিটের সময় ক্যাং-ইন-লির গোলে কেবল সান্ত্বনাই পেয়েছে মায়োর্কা, আর কিছু নয়।

৬-১ ব্যবধানে এই জয় নিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান ধরে রাখলো কার্লো আনচেলত্তির শিষ্যরা।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img