রাজশাহী ও চট্টগ্রামে যেখানে মহাসমারোহে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল), সেখানে রবিবার সকালে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে দেখা গেলো শামসুর রহমান শুভ, সোহাগ গাজী, রকিবুল হাসান, নাবিল সামাদ, আলাউদ্দিন বাবুদের। নিজেরা নিজেরাই অনুশীলন করছেন, একে অপরের বোলিংয়ে নক করছেন। কয়েকজন নেট বোলারও আছে।
এরা সকলেই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত এবং পরিচিত মুখ, অনেকে জাতীয় দলও মাতিয়েছেন অতীতে। নিজ নিজ আঞ্চলিক দলের সাথে খেলার মাঠে না থেকে একাডেমি মাঠে কেন তারা? কারণ এবারের বিসিএলে এই ক্রিকেটাররা দলই পাননি।
এনসিএল থেকে ভালো পারফর্ম করাদের ড্রাফটে ডেকে দল গঠন করেছে বিসিএলের চারটি ফ্র্যাঞ্চাইজি। এনসিএলটা এবার একেবারেই ভালো যায়নি এই ক্রিকেটারদের তাই বিসিএলে তাদের রাখেনি কোন দল।
তবে সামনেই বিপিএল আছে, আবার করোনা, ইনজুরিসহ নানান বাস্তবতায় যেকোন সময় যেকোন দলে ডাক পেতে পারেন এই ক্রিকেটাররা। এজন্যই নিজেদের প্রস্তুত রাখছেন এই ঘরোয়া ক্রিকেটাররা।