মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বেশ বেগ পেতে হচ্ছে বাংলাদেশকে। নিজেদের প্রথম ইনিংসে টাইগাররা তেমন সুবিধা করতে পারে নি। চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ক্যারিবিয়ানরা। দিনের প্রথম প্রহরেই উইন্ডিজ শিবিরে আঘাত হেনেছেন আবু জায়েদ রাহী, তুলে নিয়েছেন ওয়ারিকান আর মায়ার্সের উইকেট।
তৃতীয় দিনের খেলা শেষে সফরকারীরা ৩ উইকেটে করেছিলেন ৪১ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বোলারদের সামনে ভুগছে ওয়েস্ট ইন্ডিজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮৪ রানের লিড নিয়েছে ক্যারিবিয়ানরা।