অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ধরে রাখতে বড় সাধ করে অস্ট্রেলিয়ায় পা রেখেছিলেন নোভাক জোকোভিচ। এরপর থেকে যেন জীবনটাই বরবাদ হয়ে গেছে তাঁর। করোনা ভ্যাকসিন না নেওয়ার কারণে তাকে প্রথমে এয়ারপোর্টে আটকানো হয়, তাঁর ভিসা বাতিল করে অস্ট্রেলিয়ায় প্রবেশাধিকার দিতে গড়িমসি শুরু হয়। এরপর তাঁকে একটি হোটেলে আটকে রাখা হয়। শেষ পর্যন্ত সব আইনী জটিলতা কাটিয়ে কোর্ট থেকে যখন অবশেষে অস্ট্রেলিয়ার মাটিতে হেটে বেড়ানোর অনুমতি পেলেন জোকার, তখনই আবারো জানা গেলো অজি পুলিশ তাকে আবারও গ্রেফতার করেছে। এবং কোর্টের আদেশ অমান্য করেই তাকে দেশে পাঠানোর ব্যবস্থা করছে অস্ট্রেলিয়া সরকার।
জোকোভিচের ভাই জর্ডিয়ে সার্বিয়ান গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেন। এই মুহুর্তে জোকোভিচ তার আইনজীবি ও পিআর এজেন্টদের সাথে কথা বলছেন।
গুঞ্জন আছে, ছাড়া পাওয়ার পর অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন মন্ত্রী অ্যালেক্স হক নিজের ব্যক্তিগত ক্ষমতা ব্যবহার করে জোকোভিচের ভিসা আবারও বাতিল করার পেছনে বড় ভূমিকা রেখেছেন।
সব মিলিয়ে জোকোভিচের শনির দশাই চলছে।