বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হকের অপারেশন কোথায় হবে, সেই ব্যাপারে ক্রিকেট বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আগামী শনি অথবা রবিবার।
সময় স্বল্পতা আর বিভিন্ন দেশে কোয়ারেন্টিনের সময়ে বাধ্যবাধকতার কারণে পছন্দমতো জায়গায় অপারেশন করানো যাচ্ছে না। যে কারণে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড হিসেবের বাইরে। আপাতত অপারেশনের জন্য বিসিবির পছন্দের তালিকায় দুটি বিকল্প; দুবাই এবং ভারত। কারণ, দুই জায়গাতেই কোয়ারেন্টিন করতে হবে তিন দিন।
বিসিবি সুত্র অলরাউন্ডারকে জানিয়েছে, ভারত এবং দুবাই; দুই জায়গাতেই যোগাযোগ করা হয়েছে। শনিবার নাগাদ প্রয়োজনীয় আপডেট পাবে বিসিবি। সব ঠিক থাকলে ৮ বা ৯ ডিসেম্বরের মধ্যেই হয়ে যেতে পারে মুমিনুল হকের অপারেশন।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খুলনার বিপক্ষে ম্যাচে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছিলেন মুমিনুল হক। চোটের ধরণের কারণেই অপারেশন আবশ্যক। এই ধরণের অপারেশনের পর সেরে উঠতে সময় লাগে প্রায় মাস খানেক।