১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

মুমিনুলের সেঞ্চুরি ও শান্ত-মুশফিকদের অবদানে ‘এ’ দলের রান উৎসব

- Advertisement -

চট্টগ্রামে মুমিনুল হকের অনবদ্য সেঞ্চুরি ও মুশফিক-শান্তদের পঞ্চাশোর্ধ্ব ইনিংসের সুবাদে দ্বিতীয় ওয়ানডেতে হাইপারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় ইনিংসে এইচপি দলকে জয়ের জন্য তাঁরা দিয়েছে ৩২৩ রানের বিশাল টার্গেট।

টসে জিতে ব্যাট করতে নেমে মুমিনুল হক আর নাজমুল হোসেন শান্তর ওপেনিং জুটিই গড়ে দেয় ‘এ’ দলের বড় রানের ভিত্তি। এইচপির বোলারদের নাজেহাল করে ২৯ ওভারে ১৫৪ রানের ওপেনিং জুটি গড়েন দুজনে। ৮৫ বলে ৬৭ রানের ইনিংস খেলে রেজাউর রহমানের বলে পয়েন্টে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন শান্ত।

পঞ্চাশের পর নাজমুল শান্ত

কিন্তু তাতেও নিস্তার কোথায় এইচপির? ওয়ান ডাউনে মুশফিকুর রহিম এসেই চারদিকে শটস খেলতে থাকেন; ১০৩ বলে মুমিনুলও ছুঁয়ে ফেলেন শতক।

আগের ম্যাচ যেখানে শেষ করেছিলেন, এই ম্যাচটা যেন ঠিক সেখান থেকেই শুরু করলেন মুশি, মাত্র ৪০ বলেই পেয়ে যান অর্ধশতকের দেখা। অবশ্য ঠিক এরপরই মুমিনুল ১২৮ রান করে আউট হয়ে যান আমিনুল ইসলাম বিপ্লবের বলে। ইমরুল কায়েস ড্রেসিংরুমে ফেরেন শূন্য রানে।

সেঞ্চুরির পর মুমিনুল

এরপর মোহাম্মদ মিঠুনকে সাথে নিয়ে স্লগ ওভারে মাত্র ২৬ বলে ৩৯ রানের ঝড়ো জুটি গড়েন মুশফিক। ৪৬তম ওভারে এইচপি পেসার রেজাউর রহমান হানেন জোড়া আঘাত। ৫৩ বলে ৬২ রানের ইনিংস খেলে লং অনে ইয়াসির আলিকে ক্যাচ দিয়ে ফিরে যান মুশফিক, পরের বলেই আউট মিঠুন; যিনি খেলেছেন ১৫ বলে ২৫ রানের ‘ক্যামিও’। পরের ব্যাটসম্যানদের ছোট ছোট সম্মিলিত অবদানে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ‘এ’ দলের পুঁজি দাঁড়ায় ৩২২ রান।

ব্যাট হাতে মুশফিকের ফর্ম ভালোই যাচ্ছে

এইচপি দলের পক্ষে ৪২ রানে ৪ উইকেট নিয়েছেন পেসার রেজাউর রহমান।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ‘এ’ দল : ৫০ ওভার শেষে ৩২২/৭ (মুমিনুল ১২৮, শান্ত ৬৭, মুশফিক ৬২, মিঠুন ২৫;
রেজাউর ৪/৪২)

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img