২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

মুশতাকে সন্তুষ্ট বিসিবি, করতে চায় দীর্ঘমেয়াদি চুক্তি

- Advertisement -

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মাত্র দুই মাসের চুক্তিতে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হয়ে এসেছিলেন মুশতাক আহমেদ। এই দুই মাসে পাকিস্তানের সাবেক স্পিনারের কাজে সন্তুষ্ট হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার কারণে দীর্ঘমেয়াদে মুশতাকের সাথে চুক্তি করতে চায় বোর্ড। ‘প্রথম আলো’কে এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।

আজ (মঙ্গলবার) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবির পরিচালনা পর্ষদের মিটিং হওয়ার কথা। সেখানেই মুশতাকের ব্যাপারে হবে আলোচনা।

জালাল ইউনুস বলেন, “মুশতাকের সঙ্গে আমাদের নতুন করে চুক্তি করার ইচ্ছা আছে। আমরা এ নিয়ে বোর্ডে আলোচনা করব”

সভায় সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নাজমুল হোসেন শান্তর দলের পারফর্ম্যান্স নিয়ে হবে আলোচনা। এছাড়াও শেখ হাসিনা স্টেডিয়ামের ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ সম্পর্কেও আলোচনা করা হবে বলে জানা গিয়েছে। আইসিসি কিংবা এসিসি আয়োজিত কোনো টুর্নামেন্ট শেষেই সভায় বসে বিসিবি। এবারও তার ব্যতিক্রম নয়।

বোর্ড মিটিংয়ে আলাদা করে গুরুত্ব পাচ্ছে মুশতাকের সাথে দীর্ঘমেয়াদি চুক্তির বিষয়টি। তবে পাকিস্তানের সাবেক এ স্পিনার নিজে কি চান সেটিও মাথায় রাখতে হচ্ছে বোর্ড কর্তাদের।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img