৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

মুশফিককে ‘কারণ দর্শাও’ নোটিশ; ম্যাচশেষে বিসিবি অফিসে শুনানি

- Advertisement -

ক’দিন হলো গণমাধ্যমের সামনে টিম ম্যানেজমেন্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করায় ‘শো কজ’ নোটিশ পাঠানো হয়েছে মুশফিকুর রহিমকে। আজ সন্ধ্যায় বাংলাদেশ বনাম পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি শেষে বিসিবি অফিসে তলব করা হয়েছে তাঁকে। সেখানে হবে তাঁর শুনানি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে মুশফিক ছিলেন চরম ব্যর্থ। তাই বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজে অনেক ক্রিকেটারের মতো কোপটা মুশফিকের ওপরও পড়েছে। যদিও দল ঘোষণার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছিলেন, টেস্ট ম্যাচের প্রস্তুতির জন্য মুশফিককে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে।

কিন্তু প্রধান নির্বাচকের এই কথার পর শেষ কয়েকদিন যাবত মিডিয়ার সামনে একেবারেই ভিন্ন কথার ঝাঁপি খুলে বসেন মুশফিক। একাধিক গণমাধ্যমের কাছে তিনি দাবি করেন, তিনি এই সিরিজে খেলতে চেয়েছিলেন। এমনকি তাকে ‘বিশ্রাম’ দেওয়া হবে এটাও নাকি ঠিকঠাকমতো তাকে বলেননি বোর্ড বা টিম ম্যানেজমেন্টের কেউ। এ সময় টিম ম্যানেজমেন্টকে নিয়ে অসন্তোষ প্রকাশ করে কিছু প্রশ্নও তোলেন এই তারকা ব্যাটার।

এই ‘দোষেই’ টিম ম্যানেজমেন্টের জেরার মুখে পড়তে হচ্ছে মুশফিককে। বোর্ড থেকে মুশফিকের কাছে এমন মন্তব্যের জন্য কারণ দর্শানোর নোটিশ পাঠান হয়েছে বলে গণমাধ্যমের কাছে জানিয়েছে বিসিবির সূত্র। সূত্র থেকে আরো জানা যায় যে, বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পর মুশফিককে ডাকা হয়েছে বিসিবিতে। এ সময় শুনানি হবে, জানতে চাওয়া হবে ঠিক কী কারণে মুশফিক এসব কথা বলেছেন।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img