১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

মুশফিকের পর বন্যার্তদের পাশে লিটন

- Advertisement -

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর ম্যান অব দ্য ম্যাচের অর্থ বন্যার্তদের মাঝে দেওয়ার ঘোষনা দিয়েছেন মুশফিকুর রহিম। এবার বন্যার্তদের পাশে দাঁড়ালেন লিটন কুমার দাশ। প্রথম টেস্টে এনার্জেটিক ব্যাটার অব দ্য ম্যাচের পুরস্কারের অর্থ বন্যা দুর্গতদের দেওয়ার ঘোষণা দিয়েছেন উইকেট কিপার এ ব্যাটার।

রাওয়ালপিন্ডি টেস্টে এক ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন এলকেডি। টাইগারদের প্রথম ইনিংসে ৫৬ রানের ইনিংস খেলেন ডানহাতি এ ব্যাটার। পাকিস্তানি বোলারদের ওপর চড়াও হতেও দেখা গেছে লিটনকে। প্রথম ইনিংসে নাসিম শাহর এক ওভারে তো তুলেছেন ১৮ রান। যার ফলস্বরুপ পেয়েছেন এনার্জেটিক ব্যাটার অব দ্য ম্যাচের পুরস্কার।

এই অর্থ বন্যার্তদের দেবেন এমন ঘোষনা দিয়ে লিটন ফেসবুকে লিখেছেন, “পাকিস্তানকে প্রথমবার টেস্ট ম্যাচে হারিয়েছি, সেখানে অবদান রাখতে পেরে আনন্দিত ও গর্বিত। দেশে বন্যা পরিস্থিতির কারণে এই জয়টাও ঠিকমত উপভোগ করতে পারছি না, মনটা পড়ে আছে দেশে। আমি এই ম্যাচে এনার্জেটিক প্লেয়ার অব দ্যা ম্যাচ পুরষ্কার হিসাবে প্রাপ্ত অর্থ বন্যার্তদের জন্য দেবার ঘোষণা দিচ্ছি। যারা দেশে আছেন, তাঁরা সবাই সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। যত বিপদ, তত ঐক্য। বাংলাদেশ হারবে না।”

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে এনার্জেটিক ব্যাটার অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন লিটন দাশ

আকস্মিক বন্যায় বিপদে পড়েছেন ফেনী, নোয়াখালীসহ বেশ কয়েকটি জেলার লাখ লাখ মানুষ। বন্যা দুর্গত এলাকায় পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন অনেকেই। অনেক মৃত্যুরও খবর পাওয়া গেছে।

এমন পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটিরাও। দেশের মানুষের এই বিপদে হাত গুটিয়ে বসে থাকেননি ক্রিকেটাররাও। যে যার মতো দুর্গতদের করছেন সহায়তা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img