৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

মুস্তাফিজের চোট অভ্যন্তরীণ নয়, থাকবেন পর্যবেক্ষণে

- Advertisement -

রবিবার অনাকাঙ্খিত এক ঘটনার সাক্ষী হয়েছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। অনুশীলনের সময় ম্যাথু ফোর্ডের মারা বলে মাথায় আঘাত পান মুস্তাফিজুর রহমান। দ্রুত কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসারকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে মুস্তাফিজের চোট গুরুত্বর নয় বলে জানিয়েছে দলটির ফিজিও এসএম জাহিদুল ইসলাম।

জানা গেছে, মাথায় চোট পাওয়ার পর মুস্তাফিজের মাথার বাঁ অংশ ফেটে গেছে। ক্ষতস্থান থেকে রক্তও বের হয়েছে টাইগার পেসারের। তবে আপাতত শঙ্কামুক্ত আছেন মুস্তাফিজুর রহমান।

জাহিদুল ইসলাম জানিয়েছেন, “সিটি স্ক্যানে ইন্টার্নাল কোনো ইনজুরি ধরা পড়েনি। তবে মাথা ফেটে যাওয়ায় সেলাই করতে হয়েছে। আপাতত হাসপাতালে ডাক্তারদের পর্যবেক্ষণে আছেন মুস্তাফিজ। ২৪ ঘন্টা পর টিম হোটেলে নিয়ে আসা হবে তাকে”

মুস্তাফিজের চোট পাওয়ার পর অনেক ধরণের শঙ্কার মাঝে ছিলেন কুমিল্লার টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমর্থকরা। টাইগার পেসারের শঙ্কামুক্ত হওয়া নিশ্চিত করেই তাদের স্বস্তি দেবে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img