২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

মেদ কমাতে ঐচ্ছিক অনুশীলনে টাইগাররা

- Advertisement -

ইদের সময়ে বাসায় থাকা মানে নানা রকমের খাবার খাওয়া,অতিরিক্ত খেলেই বেড়ে যেতে পারে মেদ, ফিটনেসে দেখা দিতে পারে ঘাটতি। সপ্তাহ পেরোলেই যে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ। তাইতো,ইদের ছুটিতে বাসায় না থেকে মাঠে ঐচ্ছিক অনুশীলনে মুশফিক,রিয়াদ,মিঠুন,সৌম্যরা।

নেটে সিরিয়াস রিয়াদ
ছবিঃ অলরাউন্ডার

মিরপুর স্টেডিয়ামে রোববার থেকেই অপশনাল ট্রেনিংয়ে মাথার ঘাম পায়ে ফেলছেন বেশ কজন টাইগার। মঙ্গলবার থেকে শুরু তেইশ জনের প্রাথমিক দলের অনুশীলন। ইনজুরিতে দুই পেসার রূবেল আর হাসান মাহমুদ, প্র্যাকটিসে থাকা নিয়ে আছে শংকা। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা সাকিব আর মুস্তাফিজকে একুশ মে’র আগে মাঠে মিলছেনা,সেটাও প্রায় নিশ্চিত।

লম্বা সময় নেট ব্যাটিং শেষে সৌম্য টায়ার্ড
ছবিঃ অলরাউন্ডার

মঙ্গলবার বিকেলে ও বুধবার সকালে অনুশীলন করবে টিম বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেএসপি’তে ইন্টার-স্কোয়াড প্র্যাকটিস ম্যাচ। জানা গেছে, দুইদিনের অনুশীলন আর প্র্যাকটিস ম্যাচ দেখেই ১৮ জনের মূল দল দেবে বিসিবি নির্বাচক কমিটি।

২৩শে মে থেকে শুরু তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। মিরপুর স্টেডিয়ামেই বাকি দুই ম্যাচ ২৫ ও ২৮ মে। সবকটা ওয়ানডেই শুরু দুপুর ১টায়। এবারো,মাঠে বসে খেলা দেখার সুযোগ হচ্ছেনা ক্রিকেট প্রেমীদের।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img