লিওনেল মেসির কাছে ব্যালন ডি’অর হারালেও ফিফা বর্ষসেরা পুরস্কার মেসিকে টপকে জিতেছেন রবার্ট লেভানডফস্কি। টানা দ্বিতীয়বারের মতো এই পুরষ্কার জিতেছেন বায়ার্ন মিউনিখের এই পোলিশ তারকা।
বহুকাল পর বোধহয় ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা পেলেন দুজন ভিন্ন ভিন্ন ফুটবলার। গতবছর ফিফা বর্ষসেরা হওয়ার আগে ব্যালনের দৌড়েও লেভানডফস্কি ছিলেন এগিয়ে। কিন্তু কোভিড মহামারীর কারণে ব্যালন ডি’অর পুরস্কার দেওয়ার আসরই বাতিল হয়ে যায়। এবারও লেভানডফস্কিকে নিয়ে অনেক আশা করেছিলো ভক্তরা। অনেকে বলেছেন তিনিই নাকি এই পুরস্কারের প্রকৃত হকদার। তবে কোপা আমেরিকা জয়ের কীর্তি গড়ে মেসি জিতে নেন তাঁর ৭ম ব্যালন।
OFFICIAL: Robert Lewandowski has been named The Best Men's Player for 2021.#TheBest pic.twitter.com/YMlx8wWU1a
— Squawka News (@SquawkaNews) January 17, 2022
তবে ফিফা বর্ষসেরা পুরস্কার এবার নিজের করে নিয়েছেন ‘লেওয়া’। এই পুরস্কারে মেসি ছাড়াও তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ সালাহ।
অনুষ্ঠানে ‘বিশেষ’ পুরস্কার দেওয়া হয় পর্তুগীজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকেও। ইউরোতে ৫ গোল করে গোল্ডেন বুট জিতেছেন, আন্তর্জাতিক ফুটবলে ইরানের আলী দাইয়ির গড়া ১০৯ গোলের রেকর্ড ভেঙ্গে ১১৫ গোলের নতুন রেকর্ড এখনো ছুটিয়ে নিয়ে যাচ্ছেন। সে কীর্তির জন্যই ফিফা ম্যানচেস্টার ইউনাইটেড তারকাকে দিয়েছে সম্মান।
🏆✨ Cristiano Ronaldo is the recipient of #TheBest FIFA Special Award!
🇵🇹 Legend. Winner. Goalscoring machine. @Cristiano. pic.twitter.com/ZnzGMJKCEk
— FIFA World Cup (@FIFAWorldCup) January 17, 2022
বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন বার্সেলোনার অ্যালেক্সিয়া পুতেয়াস। বর্ষসেরা কোচ থমাস তুখেল।