১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

মেসির জোড়া গোলে মায়ামির জয়

- Advertisement -

ইন্টার মায়ামির জার্সিতে লিওনেল মেসির কর্তৃত্ব চলছেই। কিছুদিন আগেই ইনজুরিতে পড়া মেসিকে ছাড়া খেলতে নেমে বেশ ভুগতে হয়েছিল মায়ামিকে। তবে, মেসি ফেরার পর থেকেই বদলে গেছে ফ্লোরিডার ক্লাবটির চিত্র। টানা হারের ব্যর্থতা ভুলে এখন জয়ের ধারায় টাটা মার্টিনো শিষ্যরা। রবিবারও মেসির জোড়া গোলে মেজর লিগ সকারে ন্যাশভিলে এফসির বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে মায়ামি।

দলের হয়ে জোড়া গোলের পাশাপাশি অ্যাসিস্টও করেছেন আর্জেন্টাইন তারকা। দলের হয়ে আরেকটি গোল করেন সার্জিও বুসকেতস। অবশ্য দাপটের সাথে ম্যাচ জিতলেও শুরুতেই ধাক্কা খায় মায়ামি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই আত্নঘাতী গোল করে বসেন ফ্রাঙ্কো নেগরি। ফলে ১-০ গোলে পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে মায়ামি।

অবশ্য সমতাক্য ফিরতে খুব বেশি সময় অপেক্ষাও করতে হয়নি মেসির দলকে। ম্যাচের ১১তম মিনিটে বাম প্রান্ত দিয়ে আক্রমণে যান মেসি। ডি-বক্সের মধ্যে ঢুকে প্রতিপক্ষ গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ানোর চেষ্টা করে প্রথমবার ব্যর্থ হন। তবে এখানেই শেষ নয়। গোলরক্ষকের হাতে লেগে বল প্রতিহত হলেও দ্বিতীয় চেষ্টায় সরাসরি জালে বল জড়িয়ে দলকে এগিয়ে নেন।

সমতায় ফেরার পর আক্রমণের ধার বাড়িয়ে দ্বিতীয় গোল আদায় করে নেয় মার্টিনোর দল। ম্যাচের ৩৯তম মিনিটে মেসির করা কর্ণার কিক থেকে দারুণ এক হেডে দলকে এগিয়ে নেন বুসকেতস। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ক্লাবটি।

প্রথমার্ধের ধারাবাহিকতা দ্বিতীয়ার্ধে ধরে রাখতে পারেনি মায়ামি। শেষমেশ ম্যাচের ৮১তম মিনিটে পেনাল্টিতে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল পূরণ করেন মেসি। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল ইন্টার মায়ামি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img