২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

মেসির রেকর্ডের দিনে আর্জেন্টিনার বড় জয়

- Advertisement -

লিওনেল মেসির রেকর্ডের দিনে কোপা আমেরিকায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা জার্সিতে রেকর্ড সর্বোচ্চ ১৪৮ তম ম্যাচ খেলতে নেমে মেসি নিজে গোল করেছেন দুটি, করিয়েছেন একটি। বাকী দুই গোল আসে পাপু গোমেজ ও লাওতারো মার্তিনেজের পা থেকে।

ছবি: ইন্টারনেট

এ ম্যাচ জয়ে এ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠেছে আর্জেন্টিনা। আগামী রোববার শেষ আটে মেসিদের প্রতিপক্ষ হবে বি গ্রুপ থেকে ওঠে আসা চার নম্বর দল ইকুয়েডর।

ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো লিওনেল স্কালোনির দল। তবে স্ট্রাইকারদের ব্যর্থতায় সে সুযোগ নষ্ট হয়। তবে একটু পরেই বলিভিয়ার ডিফেন্ডারদের বোকা বানিয়ে মেসির দারুণ এসিস্টে টানা দ্বিতীয় ম্যাচে গোল করেন পাপু গোমেজ।

প্রথমার্ধ শেষ হওয়ার ১২ মিনিট আগে পেনাল্টি থেকে আর্জেন্টাইন জার্সিতে নিজের ৭৪ তম গোল করে ব্যবধান দ্বিগুন করেন লিও মেসি। অবশ্য ৭৫ তম গোলটি পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আর্জেন্টাইন অধিনায়ককে। ৯ মিনিট পরই আর্জেন্টিনার হয়ে শততম ম্যাচ খেলা আগুয়েরোর থ্রু বলে ম্যাজিকাল বা পায়ের শটে বল জালে জড়ান মেসি।

ছবি: ইন্টারনেট

দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে এরউইন সাভেদ্রার গোলে ব্যবধান কমায় বলিভিয়া। কিন্তু বলিভিয়ানদের এ আনন্দটাও বেশিক্ষণ টিকতে দেননি লাওতারা মার্তিনেজ। ৬৫ মিনিটে আবারও তিন গোলের ব্যবধান করেন এই স্ট্রাইকার।

চার ম্যাচে তিন জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিল টপার সবশেষ ১৯৯৩ সালে কোপা আমেরিকা জেতা আর্জেন্টিনা। প্যারাগুয়েকে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে। ১ পয়েন্ট কম প্যারাগুয়ের অবস্থান নাম্বার থ্রি। আর এ গ্রপের শেষ দল হিসেবে ৫ পয়েন্ট নিয়ে শেষ আট নিশ্চিত করেছে চিলি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img