১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

মৌসুম শেষে বায়ার্নের কোচ হিসেবে আর থাকছেন না টুখেল

- Advertisement -

সাম্প্রতিক সময়টা ভাল যাচ্ছে বায়ার্ন মিউনিখের। বর্তমানে বুন্দেস লিগার পয়েন্ট টেবিলের দুইয়ে আছে টমাস টুখেলের দল। শীর্ষে থাকা বায়ার লেভারকুসেনের চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে আছে বাভারিয়ানরা। এমন অবস্থায় দলটির কোচ টুখেলকে বিদায় করে দেওয়ার ঘোষণা দিয়েছে বায়ার্ন।

তবে হ্যারি কেইন-জামাল মুসিয়ালাদের এ কোচ এখনই বিদায় নিচ্ছেন না। চলমান মৌসুমে টুখেলের অধীনেই খেলবে বায়ার্ন।

টুখেলকে বিদায়ের বিষয়ে বিবৃতিতে বায়ার্ন জানিয়েছে, “এফসি বায়ার্ন মিউনিখ ও প্রধান কোচ টমাস টুখেল যৌথভাবে দাপ্তরিক সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছে, যা মূলত ২০২৫ সালের ৩০ জুন শেষ হওয়ার কথা ছিল। এখন সেটি ২০২৪ সালের ৩০ জুন শেষ হবে। ক্লাবের প্রধান নির্বাহী ইয়ান ক্রিস্টিয়ান ড্রেসেন ও টুখেলের গঠনমূলক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে”

টুখেলের পরিবর্তে বায়ার্নের কোচ হিসেবে শোনা যাচ্ছে অনেকেরই নাম। ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী লেভারকুসেনের কোচ জাবি আলোনসো হতে কেইনদের কোচ হতে পারেন। তবে লিভারপুলের কোচ হওয়ারও গুঞ্জন রয়েছে জাবির। এছাড়াও জিনেদিন জিদানের বায়ার্নের কোচ হওয়ারও গুঞ্জন শোনা যাচ্ছে। এমনকি হ্যান্সি ফ্লিককেও ফিরিয়ে আনতে পারে বায়ার্ন এমনটাই দাবি ইউরোপিয়ান বিভিন্ন গণমাধ্যমের।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img