২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার

ম্যাচ চলাকালীন কান্নায় ভেঙে পড়লেন ওসাকা

- Advertisement -

আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে নাওমি ওসাকা। টেনিস কোর্টে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন জাপানের এই টেনিস তারকা। রোববার ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স হার্ড কোর্ট টুর্নামেন্টের রাউন্ড অব সিক্সটি ফোরে ভেরোনিকো কুদেরমেটোভারের বিপক্ষে ম্যাচ চলাকালীন এমনটার শিকার হয়েছেন চার গ্র্যান্ডস্ল্যাম এই জাপানিজ তারকা। ম্যাচ চলাকালীন কোর্টেই ভেঙে পড়েন। মনযোগ দিতে পারেননি খেলায়। কান্না করতে করতেই বিদায় নেন কোর্ট থেকে।

তবে আয়োজকদের নিরবতা হতবাক করেছে তাঁকে। দর্শকদের উদ্দেশ্যে মাইকে কথা বলতে চাইলেও মিলেনি অনুমতি। আয়োজকদের পক্ষ থেকে দর্শকদের সতর্ক করতেও দেখা যায়নি।

কথার বলার জন্য মাইক চাইলেও দেওয়া হয়নি

তবে ম্যাচ শেষে জানিয়েছেন তিনি সবাইকে ধন্যবাদ জানাতে চান। এর আগেও এই ধরনের কটুক্তির শিকার হওয়ায় এসব তাঁকে বাধা দেয় না। শিক্ষা নিতে চান সেরেনা উইলিয়ামস এবং ভেনাস উইলিয়ামসদের থেকে। উল্লেখ্য যে, ২০০১ সালে এমন ঘটনার শিকার হয়ে চৌদ্দ বছর এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেনি এই দুই বোন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img