১৭ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার

ম্যাজিকে নয় দলগত খেলায় বিশ্বাসী ইমরুল

- Advertisement -

ম্যাজিকে নয় খেলায় বিশ্বাসী কুমিল্লা ভিক্টরিয়ান্স অধিনায়ক ইমরুল কায়েস। তবে মাঝারি মানের একটি দল নিয়ে সিলেট স্ট্রাইকার্সকে যেভাবে ফাইনালে নিয়ে গেলেন মাশরাফী বিন মোর্ত্তজা, তাতে সবাই মাশরাফীর ম্যাজিক নিয়েই কথা বলছেন। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে এই ম্যাজিকের ব্যাখ্যা দিলেন ইমরুল।

না আসলে দেখুন। ক্রিকেট খেলাটা দলগত খেলা, এখানে ম্যাজিক বলে কোনো কথা নেই। দলের একতা যদি ভালো থাকে, আপনার দল যদি ভালো খেলতে থাকে তাহলে দলের ফলাফল সম্ভব। অনেকে অনেক ভালো দল করেও ফলাফল নিজেদের পক্ষে নিয়ে আসতে পারেন না”-সংবাদ সম্মেলনে ইমরুল

তবে মাশরাফীর ম্যাজিকে বিশ্বাস না করলেও প্রশংসা করতে ভুলেননি ইমরুল। কথা বলেছেন অধিনায়ক হিসেবে মাশরাফীর সফলতা নিয়েও।

“মাশরাফী ভাই দলের সবাইকে নিয়ে থাকে, দলের একতাটা ভালো রাখে। এটাই উনার হয়তো ম্যাজিক বলা যায়। উনি সবসময় তরুণ বা বিদেশি ক্রিকেটারদের নিয়ে থাকে। এই জিনিসটা উনি উপভোগ করেন। এটা হয়তো ভালো করার ম্যাজিক

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যায় ফাইনালে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টরিয়ান্স। আসরে এটা দুই দলের চতুর্থ মোকাবেলা। এর আগের তিন লড়াইয়ে দুই ম্যাচে জিতেছে কুমিল্লা। প্রথম কোয়ালিফায়ারে এই সিলেটকে হারিয়ে ফাইনালে উঠেছে দলটি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img