২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

ম্যানচেস্টার টেস্টে দলের সাথে থাকছেন না রবি শাস্ত্রী

- Advertisement -

করোনা পরীক্ষায় পজিটিভ ফলাফল আসায় চলমান ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ড্রেসিংরুমে থাকতে পারছেন না ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী। তাঁকে ১৪ দিন আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দু’বার করোনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল আসার পরই তিনি আইসোলেশন থেকে বের হতে পারবেন।

ওভালে সিরিজের তৃতীয় টেস্টের চতুর্থ দিন শুরু হওয়ার আধঘন্টা আগে একটি বিবৃতি প্রকাশ করে বিসিসিআই, যাতে জানানো হয় যে, শনিবার সন্ধ্যায় করোনা পরীক্ষায় ভারতের প্রধান কোচ শাস্ত্রীর  ফলাফল পজিটিভ এসেছে। তাঁকে টিম হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে। সাবধানতা অবলম্বনের জন্য তাঁর সাথে বোলিং কোচ ভারত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর ও ফিজিওথেরাপিস্ট নিতিন প্যাটেলকেও টিম হোটেলে আইসোলেশনে পাঠিয়েছে বিসিসিআই মেডিকেল টিম। দলের বাকি সদস্যের দুবার করোনা পরীক্ষা করা হয়- শনিবার সন্ধ্যায় ও রোববার বিকেলে। দু’বারই পজিটিভ ফলাফল এসেছে সবারই। তাই তাদের ওভাল টেস্টের ৪র্থ দিন মাঠে যাবার অনুমতিও দেওয়া হয়েছে।

রোববার এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে ভারতীয় জাতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর জানিয়েছেন, শাস্ত্রীর এই সংবাদে দলে সামান্য অস্থিরতারও সৃষ্টি হয়েছিল।

“রবি ভাইয়ের (শাস্ত্রী) অভাবটা ড্রেসিংরুমে সবাই অনুভব করবে।  গত ৫-৬ বছরে দলের সাফল্যের পেছনে তার, ভারত অরুণ ও রমাকৃষ্ণান শ্রীধরের অবদান সবচেয়ে বেশি। এই অপ্রত্যাশিত সংবাদে দলে কিছুটা অস্থিরতার জন্ম দিলেও, আমরা নিজেদের মধ্যে কথা বলে খেলায় মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি” –সংবাদ সম্মেলনে বিক্রম রাঠোর

তিনি আরো জানান, শাস্ত্রীর ড্রেসিংরুমে ফেরা নির্ভর করছে মেডিকেল টিমের সিদ্ধান্তের ওপর।

“শনিবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে মেডিকেল টিম তাঁর করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়, এবং ফলাফল পজিটিভ আসে। তাঁর সংস্পর্শে থাকা প্রত্যেক ব্যক্তিকেই শনাক্ত করা হয়েছে এবং আইসোলেশনে রাখা হয়েছে। তাঁরা কবে নাগাদ দলের সাথে যোগ দিতে পারবেন সে বিষয়ে আমরা মেডিকেল টিমের সিদ্ধান্তের অপেক্ষা করছি”-  বলেছেন রাঠোর।

তবে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে যে, শাস্ত্রীকে ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে বলেই সিদ্ধান্ত মেডিকেল টিমের। এরপর দু’বার করোনা পরীক্ষা দিয়ে দু’বারই নেগেটিভ হলে তখনই কেবল তিনি দলের সাথে যোগ দিতে পারবেন। এর অর্থ হচ্ছে ১০-১৪ সেপ্টেম্বর ম্যানচেস্টারে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম টেস্টে দলের সাথে ড্রেসিংরুমে থাকতে পারবেন না শাস্ত্রী।

পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে এইমুহূর্তে চলছে ১-১ সমতা। ওভাল টেস্টের ৪র্থ দিন ইংল্যান্ডকে জয়ের জন্য ৩৬৮ রানের টার্গেট দিয়েছে ভারত। ৩২ ওভারে বিনা উইকেটে ৭৭ রান তুলে দিন শেষ করেছে ইংল্যান্ড। জয়ের জন্য ৫ম দিন ইংল্যান্ডের প্রয়োজন ২৯১ রান, ভারতের প্রয়োজন ১০ উইকেট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img