৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

“যখন খেলাটা শেষ করব, আমাকে অনেক দিন দেখবেন না”

- Advertisement -

দেখতে দেখতে বয়স পেরিয়েছে ৩৫, ঘরোয়া-আন্তর্জাতিক মিলে ক্রিকেট ক্যারিয়ারের বয়স ১৮। বিরাট কোহলিকে ক্রিকেট যেমন যশখ্যাতি এনে দিয়েছে, ক্রিকেটকেও তিনি দিয়েছেন অনেককিছু। শচীন টেন্ডুলকারের ১০০ সেঞ্চুরির পর কেবলমাত্র ভারতের এই মহাতারকারই আছে ৮০টি আন্তর্জাতিক সেঞ্চুরি। একের পর এক রেকর্ডের পেছনে ছুটতে ছুটতে কোহলি নিজেও কি খানিকটা ক্লান্ত হয়ে গেছেন? সম্প্রতি আইপিএলে তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক ভিডিওবার্তায় তিনি কথা বলেছেন, অবসরের পরের ভাবনা নিয়ে।

“যত দিন খেলব নিজের সবটাই দিয়ে যাব, কিন্তু যখন খেলাটা শেষ করব, তখন চলে যাব, আপনারা আমাকে অনেক দিনের জন্য দেখবেন না”-জানিয়েছেন কোহলি 

চলতি আইপিএল মৌসুমে ৬৬.১০ গড় এবং ১৫৫.১৬ স্ট্রাইক রেটে কোহলি ১৩ ইনিংসে রান করেছেন ৬৬১। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যা ভারত দল এবং নিজের জন্যও স্বস্তির। শুধু কি তাই, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে ২৫ ইনিংসে সর্বোচ্চ ১১৪১ রানও এসেছে তাঁর ব্যাট থেকে; গড় ৮১.৫০ ও স্ট্রাইক রেট ১৩১.৩০। হয়েছেন দুবার টুর্নামেন্টসেরাও।

ভালো খেলার এই অনুপ্রেরণা বিরাট কোহলি কীভাবে পান। দিয়েছেন তার উত্তরও, “বিষয়টা সহজ। খেলোয়াড় হিসেবে আমাদের ক্যারিয়ারের শেষ আছে। এটা ভেবে ক্যারিয়ার শেষ করতে চাই না- ওহ! ওই দিন যদি ওটা করতাম! কারণ, সারা জীবন তো খেলে যেতে পারব না। এটা আসলে অসমাপ্ত কাজ রেখে না যাওয়ার বিষয়, পরে অনুশোচনায় না ভোগার বিষয়, যেটা আমি নিশ্চিত, ভুগব না।” 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img