যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ন্যাশনাল পার্ক স্টেডিয়ামের বাইরে গোলাগুলি হয়েছে। ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্র সময় শনিবার রাতে। ফলে ওয়াশিংটন ন্যাশনালস এবং সান দিয়েগো পাদ্রেসের মধ্যকার বেসবল ম্যাচটি বাতিল ঘোষনা করা হয়েছে। রোববার স্থানীয় সময় দুপুর দেড়টায় ম্যাচটি আবার অনুষ্ঠিত হবে।
Tonight's game has been suspended due to an incident surrounding Nationals Park.
It will resume tomorrow, Sunday, July 18, at 1:05 PM ET. pic.twitter.com/PAGf0uYZ9Y
— Washington Nationals (@Nationals) July 18, 2021
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় পৌনে দশটায় ন্যাশনাল পার্ক স্টেডিয়ামের তিন নম্বর গেটের বাইরে গোলাগুলির খবর পাওয়া গেছে। স্টেডিয়াম কর্তৃপক্ষ দর্শকদের মাঠের মধ্যগেট এবং তার ডানপাশের গেট দিয়ে বেলপার্ক ত্যাগ করতে আহবান জানিয়েছিল। তবে কিছু দর্শকদের দেখা গেছে তারা তিন নম্বর গেটের দিকে দৌড়াদৌড়ি করছে। যেটা উদ্বিগ্ন করেছে কর্তৃপক্ষকে।
MPD is responding to a shooting in the 1500 block of South Capitol Street, SW, in which two people where shot outside of Nationals Park. This is currently an active investigation and it appears there is no ongoing threat at this time.
— DC Police Department (@DCPoliceDept) July 18, 2021
ডিসি পুলিশ জানিয়েছে, গোলাগুলির নেতৃত্বে ছিলেন দুজন। তারা জানিয়েছে তদন্ত চলছে। টুইটারে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত দশটায় এ ব্যাপারে জানিয়েছে ডিসি পুলিশ।