আন্তর্জাতিক ক্রিকেটে শুরুটা গুরুত্বপূর্ণ, টেস্ট ক্রিকেটে তা আরও বেশী। চলতি বছরই ভারতের বিপক্ষে অভিষেক হয়েছিল কিউই পেসার কাইল জ্যামিসন। অভিষেকের বছরটাই রাঙ্গিয়ে তুলেছেন বল হাতে, ৫ টেস্টে ১০ ইনিংসে ১৪.৪৪ গড়ে নিয়েছেন ২৫ উইকেট।
উইকেটের বিচারে পরিসংখ্যান ভালো, অবাক করার মতো না। তবে একটা জায়গায় ডানহাতি এই পেসার গড়েছেন ইতিহাস। অভিষেক বছরে কমপক্ষে ১০ ইনিংসে বল করা ক্রিকেটারদের মধ্যে জ্যামিসনের গড় সবচেয়ে কম।
এই তালিকায় শুরুর ৫ জনের মধ্যে একবিংশ শতাব্দিতে অভিষেক হওয়া ক্রিকেটার কেবল অস্ট্রেলিয়ান স্টুয়ার্ট ক্লার্ক। ২০০৬ সালে অভিষেক বছরে এই ক্রিকেটারের গড় ছিল ১৭.৬৬।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের পয়লা টেস্টে জ্যামিসন নিয়েছেন ৫ উইকেট, গড় ১৪।