৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

যেখানে মুস্তাফিজ সেরাদের সেরা

- Advertisement -

চলমান আইপিএলে সময়টা দারুণ কাটাচ্ছেন মুস্তাফিজুর রহমান। গতকাল (সোমবার) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২ উইকেট শিকার করে উদ্ধার করেছেন হারানো পার্পল ক্যাপ। শুধু কি তাই ডেথ ওভারে দারুণ বোলিং করে চেন্নাই সুপার কিংসের অন্যতম সেরা অস্ত্র হয়ে উঠেছেন ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজ।

টাইগার পেসার যে শুধু উইকেট নিচ্ছেন ব্যাপারটা এমন না। মুস্তাফিজ ইমপ্যাক্ট রাখছেন প্রায় প্রতিটি ম্যাচেই। বিশেষ করে ডেথ ওভারে কাটার মাস্টার হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য। এখন পর্যন্ত আইপিএলের এই আসরে মুস্তাফিজের চেয়ে ডেথ ওভারে বেশি ডট বল করতে পারেনি কোনো বোলার। মুস্তাফিজ যেখানে ডেথ ওভারে ২৩টি ডট বল করেছেন, সেখানে দুইয়ে থাকা আফগানিস্তানের পেসার নাভিন উল হক ডট বল করেছেন ১৪টি। তিনে থাকা মোহিত শর্মা, তুষার দেশপান্ডে ও মোহাম্মদ সিরাজ ১২টি করে ডট বল করেছেন।

চলমান আইপিএলটা দারুণ কাটাচ্ছেন ফিজ। এক ম্যাচ পর চেন্নাইয়ের একাদশে ফিরেই কাটার আর স্লোয়ারে কলকাতার ব্যাটারদের বেশ ভুগিয়েছেন। ডেথ ওভারে আক্রমণাত্মক ব্যাটিং করা আন্দ্রে রাসেল ফিজের বলে সুবিধা করতে পারেননি। শেষ ওভারে মাত্র ১ রান খরচ করে নিয়েছেন ২ উইকেট।

আইপিএলে নিজের প্রথম আসরের পর আবারও দারুণ ছন্দে ফিজ। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে শিকার করেছেন ৯ উইকেট। ৮ উইকেট শিকার করে তার পরেই আছেন রাজস্থান রয়্যালসের স্পিনার যুজবেন্দ্র চাহাল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img