২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

রউফকে নিজের জার্সি উপহার দিয়েছেন ধোনি

- Advertisement -

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ শেষে জয় পরাজয়কে ছাপিয়ে গিয়েছিল দুই দলের খেলোয়াড়ের ভাতৃত্ববোধ। যেভাবে একে অপরকে বরণ করে নিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, একসাথে হেসেছেন একজন আরেকজনের কাঁধে হাত রেখে তা ছিল অবিশ্বাস্যকর। মহেন্দ্র সিং ধোনিকে পেয়ে সেদিন বেশ উচ্ছ্বসিত ছিলেন পাকিস্তানের তরুণ খেলোয়াড়েরা। এবার জানা গেল, হারিস রউফকে নাকি নিজের চেন্নাই সুপার কিংসের জার্সিও উপহার দিয়েছিলেন ধোনি। পাকিস্তানি পেসার টুইট করে জানিয়েছেন এই কথা।

“খেলাটার কিংবদন্তি, ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি এই জার্সিটা দিয়ে আমায় সম্মানিত করেছেন“- টুইটে রউফ

সেইসাথে পাকিস্তানি পেসার লিখেছেন ‘৭’ নম্বর জার্সি জুড়ে রয়েছে কতটা আবেগ, “৭ নম্বর জার্সিটা এখনও মানুষের হৃদয়ে সমানভাবেই জায়গা নিয়ে রেখেছে।“ চেন্নাইয়ের টিম ম্যানেজার রাসেলকেও ধন্যবাদ জানিয়েছেন ডানহাতি এই গতিতারকা, “আমাকে সাহায্য করার জন্য ভীষণ ধন্যবাদ, রাসেল।“  

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img