গাপটিল ঝড়ে অস্ট্রেলিয়াকে ২২০ রানের বিশাল টার্গেট দিয়েছিলো নিউজিল্যান্ড । এতো বড় রানের সেই লক্ষ্য তাড়া করতে নামলে যে কোন দলই হিমশিম খায়। ১২ ওভার শেষে ৩ উইকেটে ১০৭ রান ছিল অস্ট্রেলিয়ার। ৪৮ বলে দরকার ১১৩ রান। ফিলিপস আর মার্কাস যেভাবে ব্যাট করছিলেন তাতে মনে হচ্ছিল কঠিন হলেও জয়টা অসম্ভব না অজিদের জন্য। কিন্তু ১৩তম ওভারে এসে বড় ধাক্কা খায় অস্ট্রেলিয়া
মিচেল সাটনারের এক ওভারেই ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে সফরকারীরা। কিন্তু শেষের দিকে এসে অসম্ভবকে সম্ভব করার পথে দলকে এগিয়ে নিয়েছিলেন মার্কাস আর ড্যানিয়েল। তাতেও শেষ রক্ষা হয়নি তীরে এসে তরী ডুবেছে অস্ট্রেলিয়ার। ডানেডিনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাদের ৪ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে নিউজিল্যান্ড।
কঠিন পরিস্থিতি থেকে দলকে তোলাই নয়, চার-ছক্কার ফুলঝুরিতে সপ্তম উইকেটে ৩৭ বলে ৯২ রানের জুটি গড়েন স্টয়নিস-স্যামস। জয়টা তখন অনেকটাই চোখের সামনে। কিন্তু শেষ ওভারের নাটকীয়তায় শেষ হাসি হেসেছে কিউইরা।