আধঘন্টা না পেরোতেই গুডিসন পার্কে ফিল ফোডেনের গোলে পিছিয়ে পরে এভারটন। যদিও ম্যানচেস্টার সিটির লিড টিকেছে ৫ মিনিট। স্বাগতিকদের সমতায় ফেরান ব্রাজিলিয়ান ফরেয়ার্ড রিচার্লিসন, এক এক সমতায় শেষে হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে আবারও লিড নেয় সিটি। ঘন্টার কাটা পার হতেই স্কোরশিটে নাম তোলেন রিয়াদ মাহরেজ, ৬৩ মিনিটে। ৭৭ মিনিটে বের্নার্দো সিলভা, ৩-১ গোলে ম্যাচ জেতে ম্যানচেস্টার সিটি।
ইংল্যান্ডের শীর্ষ লিগে ইতিহাসে প্রথম দল হিসেবে কোনো পঞ্জিকাবর্ষে প্রথম ১০ ম্যাচেই জিতল ম্যানচেস্টার সিটি। ১৯০৬ সালে বোল্টন ওয়ান্ডারার্স আর ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড বছর শুরুর প্রথম ৯টি করে ম্যাচ জিতেছিলো, স্বভাবতই, সেটাই ছিলো আগের রেকর্ড।
সব প্রতিযোগিতা মিলে লিগে টানা ১৭ ম্যাচ জিতল সিটি যা ইংলিশ ফুটবলের নুতন আরেক রেকর্ড। লিগে ২৪ ম্যাচে সিটির পয়েন্ট ৫৬, টেবিলের দুইয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে এগিয়ে গেল ১০ পয়েন্টে।