দলের চেয়ে ব্যক্তি অর্জন যখন বড় হয়ে উঠে তখন দেখতে হয় ব্যক্তিটা কে। নামটা ক্রিশ্চিয়ানো রোনালদো হলে চোখ বন্ধ করে বলে দেয়া যায় বিশেষ কিছুই তিনি করেছেন। চলুন পড়ে নেই কি করেছেন পর্তুগিজ সুপার স্টার। একমাত্র ফুটবলার রোনালদো যিনি কিনা ইউরোপের টপ ফাইভ লিগে গেল ১২ মৌসুমের সবগুলোতে কমপক্ষে ২০ গোল করেছেন। এমন দিনে ম্যাচের ফলাফলটা খুব একটা গুরুত্ব পায়না। তারপরও জয়ের হাসিতে মাঠ ছেড়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। সেরি আ লিগে স্পেৎসিয়াকে ৩-০ গোলে হারিয়েছে জুভেন্টাস।
ম্যাচের প্রথমার্ধ প্রর্যন্ত অতিথি দল বেশ ভালোই প্রতিরোধ গড়েছিল স্বাগতিকদের বিরুদ্ধে। দ্বিতীয়ার্ধে প্রতিরোধের দেয়াল ভেঙ্গে ফেলে তুরিনের ক্লাবটি। ৬১ মিনিটে একসঙ্গে দুটি পরিবর্তন করেন কোচ জুভেন্টাস। ফলাফলও আসে দ্রুত। বের্নারদেস্কির উঁচু করে বাড়ানো বল পেয়ে প্রথম ছোঁয়ায় গোলটি করেন বদলি নামা মোরাতা। অফসাইডে প্রথম বাতিল হলেও ভিএআরের সাহায্যে গোল দেন রেফারি। ৯ মিনিটের ব্যবধানে স্কোরলাইন দ্বিগুন করেন কিয়েসা। আর ম্যাচের ফিনিশিং দেন ক্রিশ্চিয়ানো রোনালদো।