৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

রোনালদোর গোলে পয়েন্ট টেবিলের তিনে জুভেন্টাস

- Advertisement -

৩৫ বসন্ত পেরিয়ে ৩৬-এ পা পড়েছে, উজ্জ্বল মুখটায় এখনো গ্রহণ লাগেনি এতটুকুন। লিসবন-ম্যানচেস্টার, মাদ্রিদ পেরিয়ে তুরিন। কোথায় ওড়াননি সি আর সেভেনের বিজয় কেতন?

নিজেকে প্রতি মূহুর্তে নিজেই ছাপিয়ে গেছেন পর্তুগিজ তারকা। নিজেদের মাঠে শনিবার লিগ ম্যাচে ২-০ ব্যবধানে জিতেছে শিরোপাধারীরা। সেখানেও প্রথম গোলটি করে নিজের ৩৬তম জন্মদিন উদযাপন করেন রোনালদো। চলতি মৌসুমে জুভেন্টাস এখনো টেবিলের শীর্ষে উঠতে পারেননি। তবে রোমাকে হারিয়ে টেবিলের তিন নম্বরে উঠে এসেছে রোনালদোর দল।

সি আর সেভেন দলকে লিড এনে দেয়ার পর আত্মঘাতী গোল করেন রোমার ইবানেস। প্রথমার্ধে দারুণ খেলা জুভেন্টাস বিরতির পর কিছুটা খেই হারালেও প্রত্যাশিত জয় ঠিকই তুলে নিয়েছে আন্দ্রেয়া পিরলোর দল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img