২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

রোববার অনুশীলন করবে না নিউজিল্যান্ড

- Advertisement -

দুদিন টানা অনুশীলন করার পর আজ রবিবার অনুশীলন থেকে বিরতি নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট টিম।কিউইদের পক্ষ থেকে এই খবর জানান কিউই মিডিয়া ম্যানেজার জেমস বেনেট।

ছবিঃ অলরাউন্ডার
ছবিঃ অলরাউন্ডার

সকালে বৃষ্টি হয়েছে মিরপুরে। তবে সেটি নিউজিল্যান্ডের অনুশীলন না করার পেছনে মূল কারণ কি না সে বিষয়ে ছিল বেশ গুঞ্জন। নিউজিল্যান্ডের রবিবার অনুশীলন করার কথা ছিল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত, বেলা সাড়ে এগারটায় জানা যায় মাঠে আসছেনা কিউইরা। পরে কারণ হিসেবে দলের মিডিয়া ম্যানেজার জেমস ব্যানেট জানান, কোনো সমস্যাই নেই, সোমবার প্রস্তুতিতে ফিরবে তারা।

“দলের মধ্যে কোন সমস্যা নেই। কোচেরা সিদ্ধান্ত নিয়েছেন একদিন বিশ্রামের। সোমবার আবার মাঠে প্রস্তুতিতে ফিরবে দলের সবাই”- বলছিলেন কিউই মিডিয়া ম্যানেজার

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের অনুশীলনের শিডিউল ছিল ৫ দিনের। আগামীকাল সোমবারও কিউইদের একই সময়ে অনুশীলন করার কথা। মঙ্গলবার তারা অনুশীলন করবে ফ্লাডলাইটের আলোয়; বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত অনুশীলন চলবে সেদিন।

৫ ম্যাচের টি২০ সিরিজ খেলতে ২৪ তারিখ বাংলাদেশে পা রেখেছে নিউজিল্যান্ড দল। সফরের প্রথম আন্তর্জাতিক টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর। সবগুলি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img