পাকিস্তান-নিউজিল্যান্ডের বিপক্ষে না পারলেও অবশেষে আফগানিস্তানের বিপক্ষে স্বরূপে আবির্ভূত হয়েছে ভারত। বহুদিন পর ভারতীয় সমর্থকরা প্রাণভরে উপভোগ করলো ভারতের ব্যাটিং।
মুজিব-উর-রহমান বিহীন আফগান বোলারদের এলোমেলো বোলিং-ফিল্ডিংকে নাজেহাল করে ২ উইকেটে ২১০ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করিয়েছে ‘মেন ইন ব্লু’রা।
টসে জিতে বোলিং নেওয়াই সার হলো আফগানিস্তানের। দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল শুরু থেকেই চড়াও হন আফগান বোলারদের ওপর। তাদের মিলিত আক্রমণে আফগান বোলাররা আরো চাপে পড়ে এলোমেলো বোলিংয়ের মহড়া শুরু করেছিলো। ১৪.৪ ওভারে দুজনে গড়েন ১৪০ রানের জুটি। রোহিত শর্মা ৪৭ বলে ৮টি চার ও ৩ ছক্কায় ৭৪ রান করে আউট হন। রাহুল আউট হন ৪৮ বলে ৬৯ করে। শেষদিকে হার্দিক পান্ডিয়া ও রিশভ পান্থের ঝড়ে দুশ পেরোয় ভারত। পান্ডিয়া করেন ৩৫, পান্থ ২৭; দুজনেই খেলেছেন ১৩টি করে বল।