২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার

রোহিত-শিখরের নতুন রেকর্ড

- Advertisement -

পর পর পাঁচ ম্যাচ হেরে আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের যেন হতাশার শেষ নেই। বুধবার পাঞ্জাব কিংসের দেয়া ১৯৯ রানের টপকাতে গিয়ে বারো রানে হেরেছে রোহিত শর্মার দল।

দ্বিতীয় ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে ১০০০০ রান করেছেন রোহিত

১৭ বলে ২৮ রান করা রোহিত দলকে জেতাতে পারেননি। তবে, তাঁর আছে ব্যক্তিগত অর্জন। ভিরাট কোহলির পর দ্বিতীয় ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে দশ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন এই ক্রিকেটাটা। তবে, পুরো বিশ্বে টি-টোয়েন্টিতে ‘দশ হাজারী ক্লাবে’ প্রবেশ করা সপ্তম খেলায়াড় তিনি। তালিকার সবার উপরে আছেন ইউনিভার্স বস ক্রিস গেইল (১৪৫৬২)। এরপর শোয়েব মালিক (১১৬৯৮), কাইরন পোলার্ড (১১৪৭৮) আর আরন ফিঞ্চ (১০৪৯৯)। কোহলির (১০৩৭৩) অবস্থান পাঁচে , ছয়ে আছেন ডেভিড ওয়ার্নার (১০৩৭৩)।

মুম্বাইয়ের বিপক্ষে শিখর করেছেন ৭০ রান

শুধুই কি রোহিত শর্মা, জয়ী দল পাঞ্জাব কিংসের ‘গাব্বার সিং’ খ্যাত শিখর ধাওয়ানও কম যান না। এদিন মুম্বাইয়ের বিপক্ষে শিখর খেলেছেন ৫০ বলে ৭০ রানের এক ইনিংস, ৫টি বাউন্ডারি, ৩টি ছক্কায়। আর তাতেই রোহিতের রেকর্ডের দিনে অনন্য এক রেকর্ড গড়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যানও।

দ্বিতীয় ভারতীয় হিসেবে আইপিএলে কোহলির সমান সর্বোচ্চ ৪৭ ফিফটি এখন শিখরের দখলে। তবে, টুর্নামেন্টে সর্বোচ্চ ৫৫টি ফিফটি করা ডেভিড ওয়ার্নারকে ছুঁতে তাঁকে করতে হবে আরও ৮টি ফিফটি। তালিকার চার আছেন ‘মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি’ এবি ডি ভিলিয়ার্স (৪৩) আর পাঁচে রোহিত শর্মা (৪১)।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img