একান্ন বছর বয়সী সাবেক নিউজিল্যান্ড অলরাউন্ডার ক্রিস ক্রেয়ান্স অস্ট্রেলিয়ায় হার্ট অ্যাটাক করার পর রয়েছেন লাইফ সাপোর্টে। গত সপ্তাহে ক্রেয়ান্সের অ্যাটাক আসার পর থেকে তিনি ক্যানবেরাতেই চিকিৎসা নিচ্ছেন। ক্যানবেরায় লাইফ সাপোর্টে থাকা ক্রেয়ান্সকে দ্রুত সিডনিতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
New Zealand @BLACKCAPS legend Chris Cairns is on life support in Australia
Awful news https://t.co/IgbJLVql1n pic.twitter.com/BvcRm4WqWC
— Fox Cricket (@FoxCricket) August 10, 2021
ক্রেয়ান্সকে এরইমধ্যে কয়েকদফা অস্ত্রোপচার করানো হলেও নিউজিল্যান্ড মিডিয়ার খবর তার শরীর তাতে সাড়া দিচ্ছেনা। ক্রিস ক্রেয়ান্স নিউজিল্যান্ডের হয়ে বাষট্টী টেস্ট এবং দুইশো ওয়ানডে খেলেছেন। ২০০০ সালে উইজডেনের বর্ষসেরা পাঁচজন ক্রিকেটারের ভেতর একজন হয়েছিলেন ক্রিস ক্রেয়ান্স।
ক্রিকেট ছাড়ার পর জীবনটা বেশ একটা ভালো যাচ্ছিলোনা এই সাবেক অলরাউন্ডারের। কিছুদিন আগেই খবরে এসেছিল হতাশায় নিমজ্জিত এই খেলোয়াড় জীবনযাপন করছেন ট্রাক চালিয়ে। এরপরই হঠাৎ তার লাইফ সাপোর্টে থাকার খবর ক্রিকেট দুনিয়ায় শোকই নামিয়ে এনেছে।